জলপাইগুড়ি: দুর্গাপুজোর পর এবার প্রস্তুতি শুরু মা কালীর আরাধনার। আর মাত্র বাকি কয়েকটা দিন । তাই জোরকদমে চলছে প্রস্তুতি। দুর্গা পুজোর মতো জাঁকজমক করে মা কালীও পুজিত হন। নানা থিম মন্ডপ তৈরি করা হয়। এবার কামাখ্যা দর্শন করতে আর পাড়ি দিতে হবে না অসম রাজ্যে। জলপাইগুড়িতেই তৈরি হচ্ছে মহাজাগ্রত কামাখ্যা মন্দির।
advertisement
জলপাইগুড়ি শহর থেকে গ্রামাঞ্চলে বড় বড় থিম পুজোর মধ্য দিয়ে জলপাইগুড়ি শহরের কালী পুজো উদ্যোক্তারা মানুষের মন জয় করে নেয়। এবারের নবারুন সংঘ ক্লাব ও পাঠাগারের পুজোর থিম অসমের কামাখ্যা মন্দির। পুরো মন্দিরটা তৈরি হচ্ছে রাজস্থান থেকে আনা মার্বেল দিয়ে, মন্দির মেঝে শুধু নয় মন্দিরকে হুবহু কামাখ্যা মন্দিরের আদলেই তৈরি করছে পুজো মণ্ডপ কমিটির সদস্যরা।
পুজো উদ্যোক্তা কমিটির সদস্যদের বক্তব্য, কামাখ্যা মন্দিরের ভেতরে যেসব জিনিস রয়েছে এখানেও একই সমস্ত কিছু থাকবে কিন্তু অবশ্যই অস্থায়ীভাবে। কামাখ্যার ভূগর্ভ তৈরি হচ্ছে কংক্রিট দিয়ে। দক্ষ শিল্পীদের দ্বারা তৈরি হচ্ছে নিঁখুত ভাবে। সুন্দরভাবে কারুকার্য দেওয়ালের মধ্যে যা রয়েছে মানুষের মন জয় করবে এমনটাই ভাবনা রয়েছে ক্লাব কর্তৃপক্ষর।