কিন্তু এরপর ওই গৃহবধূ আর বাড়িতে ফেরেনি।এরপর তার স্বামী ও পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজ চালায় তবুও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।মা কে না পেয়ে ভেঙে পড়েছে সন্তানরা। বিভিন্ন জায়গার খোজ করার পর শিবু অধিকারী অবশেষে শুক্রবার স্ত্রীকেফিরে পেতে ধূপগুড়ি থানার দ্বারস্ত হয়েছেন। নিখোঁজ গৃহবধুর পরিবারের তরফে থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: জামিনের আবেদনই করলেন না, আরও বিপদে অনুব্রত! ৫ শ্রমিককে নিয়েও রহস্য
এ বিষয় নিয়ে পরিবার সূত্রে জানা যায় বাড়ির থেকে বেড়িয়ে ছিল ১০ তারিখে লোনের টাকা জমা দিতে ব্যাংকে সেদিন থেকে আর বাড়িতে ফিরে নেই বাড়ির বউ।
আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিরাট গ্রেফতার, জালে বাগদা রঞ্জন! এবার আরও 'বড়' খোঁজ
চিন্তায় আমরা গোটা পরিবার তাই আজ পুলিশ দ্বারস্থ ।
এই বিষয় স্বামী শিবু অধিকারী বলেন বহু দিন ধরে স্ত্রী আমার সঙ্গেঝগড়া করছে । আমি চার বছর পর বাড়িতে ফিরি। বাইরে কাজে ছিলাম।
----সুরজিৎ দে