Anubrata Mondal: জামিনের আবেদনই করলেন না, আরও বিপদে অনুব্রত! ৫ শ্রমিককে নিয়েও রহস্য
- Published by:Suman Biswas
Last Updated:
Anubrata Mondal: ৩ মার্চ পরবর্তী সিবিআই আদালতে পেশ হবে অনুব্রত মণ্ডলকে।
আসানসোল: গরু পাচার মামলায় ফের ১৪ দিনের জেল হেফাজত হলো অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করা হয়নি। দুপক্ষের বক্তব্য শোনার পর জামিনের আবেদন খারিজ করে দিয়ে বিচারকের ১৪ দিনের জেলা পাঁঠাতে নির্দেশ দিয়েছেন। ৩ মার্চ পরবর্তী সিবিআই আদালতে পেশ হবে অনুব্রতকে।
প্রসঙ্গত এদিন সমবায় ব্যাংকের যে ভুয়ো অ্যাকাউন্টগুলি সিবিআই পেয়েছিল তার ১১৫ অ্যাকাউন্টের ব্যাংকের স্টেটমেন্ট আদালতের কাছে জমা করেন। তা দেখে বিচারক বিস্ময় প্রকাশ করে বলেন এক একটি লেনদেন ৫ লাখ বা ৬ লাখ টাকা করে হয়েছে। এবং বারবার হয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, টাকা হাত ঘোরাতে যে ভুয়ো অ্যাকাউন্ট থেকে মূল পাঁচটি অ্যাকাউন্ট টাকা গিয়েছিল। সেই পাঁচটি অ্যাকাউন্ট কোনও প্রভাবশালীর নয়, রাইস মিলের হতদরিদ্র শ্রমিকের। সেই ৫ শ্রমিকের অ্যাকাউন্ট থেকেই অনুব্রত মণ্ডলের রাইস মিললে টাকা গিয়েছিল।
advertisement
জানা গেছে, গরু পাচার মামলায় সিবিআই তদন্ত শুরু করার পরই এই ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয় এবং সেগুলিকে বাফার একাউন্টের বদলে ফেলা হয়। এখনো পর্যন্ত মোট ৪৪৫ টি বাফার অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে সিবিআই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 5:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: জামিনের আবেদনই করলেন না, আরও বিপদে অনুব্রত! ৫ শ্রমিককে নিয়েও রহস্য