আবহাওয়া অফিসের আগাম সতর্কতা অনুযায়ী বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার উপর দিয়ে বয়ে যায় ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টি। নিমেষেই নিভে যায় আলো, বিপাকে পড়তে হয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। কেউ কুপি জ্বালিয়ে কেউ আবার চার্জার লাইট জ্বালিয়ে চালিয়ে যেতে থাকে বৃহস্পতিবারের ইংরেজি পরীক্ষার শেষ প্রস্তুতি।দীর্ঘ ক্ষণ বিদ্যুৎহীন ছিল বহু এলাকা।
advertisement
আরও পড়ুন : হাতে ৩ ফুটের সাদা সরীসৃপ! সাপের ছোবলে আক্রান্ত সর্পবিশেষজ্ঞ সেই বিষধরটিকে নিয়েই হাজির হাসপাতালে
আর এতেই বিদ্যুৎ বণ্টন সংস্থার উপর ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। ধূপগুড়ির বাসিন্দা সবিতা রায় জানান, ঝড় হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে গেল। এর মধ্যে খুবই কষ্ট করে পড়াশুনো করে তাঁর ছেলে এসেছে উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিতে। বিদ্যুৎ দফতরে আগে থেকেই কেন ব্যবস্থা রাখেনি, সেই প্রশ্ন তোলেন তিনি। আরও এক অভিভাবকও একই সুরে প্রতিবাদ জানান বিদ্যুৎ বণ্টন সংস্থার বিরূদ্ধে।






