এই প্রসঙ্গে ডাক বিভাগের কর্মী স্মরশিত রায় বলেন, সরকারের নির্দেশে ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে আমরা নির্দিষ্ট মূল্যে জাতীয় পতাকা জনসাধারণ এর হাতে তুলে দিচ্ছি। আমাদের এই স্টল থেকে যেমন পতাকা পাওয়া যাবে তেমনি ডাকঘরের অফিসের কাউন্টারেও এই গুলি পাওয়া যাবে। পতাকা গুলি বিক্রি ভালো হচ্ছে বলে জানিয়েছেন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।
advertisement
আরও পড়ুন: দুর্ঘটনার পর চরম সিদ্ধান্ত! আদালতের নির্দেশে জল্পেশ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ বন্ধ
তাদের কথায়, বাইরে পতাকার দাম বেশি। এখানে সঠিক মানে ও দামে পাওয়া যাচ্ছে পতাকা।অপরদিকে সরকারি ভাবে এবং ন্যায্য মূল্যে জাতীয় পতাকা হাতে পেয়ে খুশি অনেকেই। ক্রেতা নেপাল দাস বলেন, দেশের প্রধানমন্ত্রী একটি বার্তা দিয়েছেন এবং এখানে সঠিক মান এবং দামে জাতীয় পতাকা হাতে পাচ্ছি। অনেক সময় পতাকা পাওয়াও যায় না। অবশ্যই এটি একটি ভালো উদ্যোগ।
Geetrashree Mukherjee