এরপর নির্দিষ্ট নম্বরের লরিটি আসতেই দাঁড় করিয়ে শুরু হয় তল্লাশি। তল্লাশিতে লরির গোপন কুঠুরি থেকে উদ্ধার হয় এক এক করে ১৫ টি বড় সাইজের প্যাকেট। এরপর ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে সেগুলিকে ওজন করলে প্রায় ১২০ কিলো গাঁজা উদ্ধার হয়। ঘটনায় পাচারের অভিযোগে জামসেদ খান ও সামসের আলী নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
আরও পড়ুন:রাস্তার জন্য জলদাপাড়া থেকে মুখ ঘোরাচ্ছেন পর্যটকরা
আরও পড়ুন:
ধৃতদের বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে। প্রসঙ্গত জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এবং জলপাইগুড়ি ব্লকেমাঝেমধ্যেই উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে গাঁজা। সেই গাঁজা আসছে কখনো কুচবিহার কখনো আসাম থেকে বলেসূত্র মারফৎজানা যাচ্ছে।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 4:07 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News : লরিতে চোরা কুঠুরি! কী ছিল সেখানে? নাকা চেকিংয়ে পুলিশের মাথায় হাত