প্রকাণ্ড ওই সাপটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বনকর্মী ও পরিবেশপ্রেমীরা। কিন্তু সাপটি দেওয়াল থেকে নেমে পার্শ্ববর্তী এক জলাশয় চলে যায়, সেই কারণে ব্যর্থ হয়ে পড়ে।
আরও পড়ুন: বৃষ্টি নয়, এতো সরষের তেল! হাওড়ায় হঠাৎ তেলের বন্যা! কে কতটা নিতে পারে? হুড়োহুড়ি মানুষের! ভাইরাল ভিডিও
স্বরূপ বাবু জানান প্রায় ১২ফুটের মতো লম্বা ছিল এই সাপটি !তারা অনেক চেষ্টা করেছে সাপটিকে ধরার জন্য। জলাশয় প্রবেশের কারণে সমস্যা হয়ে যায় সাপটি ধরতে। এলাকার বাসিন্দারা জানান,সম্ভবত খাবার খেয়ে পুরোনো ওই দেওয়ালের মধ্যে শুয়েছিল লোকালয়ে চলে আসা বিশালাকার অজগর সাপটি। তবে সাপ দেখার পর থেকেই গোটা কলেজপাড়া এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এই প্রসঙ্গে বনকর্মী জানান শীতের কারণে জন্য একটু হালকা রোদের মধ্যে থাকতে চায় অজগর দেওয়ালের উপরে হালকা রোদছিল সেখানেও সাপটির রোদ তাপ নিচ্ছে এমনই মনে হচ্ছে।
advertisement
সুরজিৎ দে