জানা যায়, চেকেন্দা ভান্ডারি মেলায় মানুষের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসার জন্য মেডিক্যাল ক্যাম্প দিয়েছেন করিমুল। সেখানে যাওয়ার জন্য বের হতেই হঠাৎই শরীর খারাপ হয় তাঁর। দরদর করে ঘামছিলেন তিনি। পরিস্থিতি খারাপ বুঝে দেরি না করেই তাঁকে উত্তর সারিপাকুরি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।
advertisement
এদিন উত্তর সারিপাকুরি ডাক্তার জামিরুল হক আদিল ওনাকে প্রাথমিক ভাবে দেখে সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তির থাকার পরামর্শ দেন। তৎক্ষনাত অ্যাম্বুল্যান্স করে হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকজন। মাঝ পথেই বমি শুরু তাঁর।
আরও পড়ুন- Happy Birthday Virat Kohli: বিরাটের জন্মদিনে দুরন্ত উপহার, সিএবি দিচ্ছে সোনার ব্যাট
শিলিগুড়ি হিলকার্ট রোডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, হার্ট অ্যাটাক হয়েছিল করিমুল হকের। তবে এখন তিনি বিপদমুক্ত। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আগের থেকে অনেকটাই সুস্থ আছেন বলেই খবর। আজ রবিবার তাঁর নানান শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
Surajit Dey