এলোপাথাড়ি পাথর ঢিল থেকে রক্ষা পেতে বাড়িতে টাঙানো হয়েছে ত্রিপল। তবে কে বা কারা ঢিল ছুড়ছে অনুসন্ধান করেও কিছু মেলেনি। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ এর পিছনে কি তবে কোন ভৌতিক কাহিনি রয়েছে!ঢিলের বিষয়টি সম্পর্কে অবগত গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পুলিশ প্রশাসন। বাসিন্দাদের অভিযোগ, পুলিশ দু-একবার এলেও এখনো পর্যন্ত ঢিলের উৎস অনুসন্ধান করে ঘটনার কোন নিষ্পত্তি করতে পারেনি। কি উদ্দেশ্যে কারা ঢিল ছুড়ছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোন রহস্য সে বিষয়ে ধন্দে রয়েছে সকলেই।
advertisement
আরও পড়ুন: ধেয়ে এল পোষ্য কুকুর! ভয়ে তিন তলা থেকে ঝাঁপ ডেলিভারি বয়ের! তারপর? জানলে শিউরে উঠবেন!
আরও পড়ুন:
আতঙ্কিত পরিবার গুলির সঙ্গে দেখা করতে সরকার পাড়ায় যান জাতীয় মানবাধিকার পর্ষদের সদস্যরা।এদিন তারা এই এলাকা ঘুরে দেখেন এবং আতঙ্কিত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। জাতীয় মানবাধিকার পর্ষদের সদস্য নিহার মজুমদার বলেন, এখানে এসে যা দেখলাম এক অমানবিক পরিবেশে তিনটি পরিবার বাস করছে। দীর্ঘদিন হয়ে গেছে প্রশাসনের এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত। পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত ঘটনার নিষ্পত্তি ঘটলো না।
সুরজিৎ দে