রবিবার রাতে মাগুরমারী ১ নং গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া সংলগ্ন এলাকার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ঐ ব্যক্তি। রাতভর খোঁজাখুঁজি করলেও কোনও হদিস মেলেনি।সোমবার সকালে আলতা গ্রাম রেলওয়ে স্টেশন সংলগ্ন রেল লাইন পার্শ্ববর্তী এলাকা থেকে ঐ ব্যক্তির দেহ দেখতে পায় স্থানীয়রা।
আরও পড়ুন: স্থানীয়দের বিক্ষোভ! অবশেষে বন্ধ হয়ে গেল অঙ্গনওয়ারি কেন্দ্রের ছাদ নির্মাণ
advertisement
খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঐ ব্যক্তি এর আগেও আত্মহত্যার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্ত পরিবারের লোকজন তাঁকে সে সময় ফিরিয়ে আনে।
আরও পড়ুন: চড়কের খেলা দেখাতে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের! শুনলে চোখে জল আসবে
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর স্পষ্ট কারণ জানা যাবে। ঘটনা শোকের ছায়া এসেছে এলাকা জুড়ে ।
সুরজিৎ দে