Jalpaiguri News: স্থানীয়দের বিক্ষোভ! অবশেষে বন্ধ হয়ে গেল অঙ্গনওয়ারি কেন্দ্রের ছাদ নির্মাণ

Last Updated:

নিম্নমানের কাজের অভিযোগ তুলে অঙ্গনওয়ারী সেন্টারের নবনির্মিত ভবনের কাজ বন্ধ করে দিল এলাকার বাসিন্দারা।

+
অঙ্গনওয়ারী

অঙ্গনওয়ারী

জলপাইগুড়ি: নিম্নমানের কাজের অভিযোগ তুলে অঙ্গনওয়ারী সেন্টারের নবনির্মিত ভবনের কাজ বন্ধ করে দিল এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর পাহাড়পুর দয়াজাদী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঢিনপাড়া এলাকায়।
নবনির্মিত এই অঙ্গনওয়ারি সেন্টারের ভবনের ছাদ ঢালাই হওয়ার কথা। কিন্তু ছাদের লোহার রড বালি, পাথর, ইট সবই নিম্নমানের বলে এলাকাবাসীর অভিযোগ। তবে কাজে আসা শ্রমিকেরাও স্বীকার করে জানান, কাজ নিম্নমানেরই হয়েছে।
advertisement
ঘটনা প্রসঙ্গে এলাকার পঞ্চায়েত সদস্য স্বামী মহম্মদ তহিদুল ইসলাম বলেন, 'কাউকে এক টাকাও তোলা বা দাদাগিরি ট্যাক্স দিতে হবে না, আমরা চাই, যে ঘরে শিশুরা এসে বসবে সেই ঘরের ছাদ সরকারী নির্দিষ্ট নিয়ম অনুযায়ী করা হোক।'
advertisement
অপরদিকে, যার বাড়িতে দীর্ঘ পনেরো বছর চলছিলো এই অঙ্গন ওয়ারী কেন্দ্র সেই বাড়ির মালিক এনায়েত উল্লাহ বলেন, অনেক কষ্টের মাঝেও আমার বাড়িতে এতদিন সেন্টার চলেছে, আজ যখন নতুন ঘর তৈরী করা হচ্ছে, সেখান লোহার রড কম, বালি পাথর নিম্ন মানের এমন কথা শুনছি। আমি চাই কাজ হোক সঠিক ভাবে।'
advertisement
এলাকার যুবক আব্দুল মজিদের কথাতেও একই সুর। তিনিও বলেন, 'নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছিল, তাই এখন কাজ বন্ধ। যদিও এবিষয়ে কাজের বরাত পাওয়া ঠিকাদার জানিয়েছেন সরকারী সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে।'
এ বিষয় নিয়ে অঞ্চল সভাপতি কে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য রাখবেন না এমনটাই জানিয়ে দিয়েছিলেন। যিনি কাজ করছেন তার কাছে সঠিকভাবে কাজের দাবী রাখলেন তিনি।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: স্থানীয়দের বিক্ষোভ! অবশেষে বন্ধ হয়ে গেল অঙ্গনওয়ারি কেন্দ্রের ছাদ নির্মাণ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement