Jalpaiguri News || Poila Baishakh: চড়কের খেলা দেখাতে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের! শুনলে চোখে জল আসবে

Last Updated:

পিঠে গাঁথা বড়শির দড়ি ছিড়ে মাটিতে পরে যায় মধু বর্মন এবং বুকে পেটে আঘাত পেয়ে বাড়ি ফিরে আসে। এরপর থেকেই ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

জলপাইগুড়ি
জলপাইগুড়ি
জলপাইগুড়ি:  ১৫ এপ্রিল পয়লা বৈশাখের দিনে বাংলার অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলার বিভিন্ন গ্রামে প্রাচীন রীতি মেনে অনুষ্ঠিত হয়েছিলো চড়ক পূজা। আর এই চড়ক পুজোকে ঘিরেই গ্রামে গ্রামে বসেছিল চড়ক মেলা। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া পঞ্চায়েতের অন্তর্গত কোরানি পাড়ার বাসিন্ধা বছর আটচল্লিশের মধু বর্মন চড়ক দলের গুরুর নির্দেশে পিঠে বড়শি গেঁথে চড়কের সঙ্গে শূন্যে ঘুরে খেলা দেখানোর জন্য পাড়া প্রতিবেশীদের অগোচরেই গিয়েছিলো পার্শ্ববর্তী গ্রাম মন্ডল ঘাটের তেলিপাড়ায়।
প্রথম দুবার চরকের সঙ্গে পিঠে বড়শি গেঁথে ঘুরে খেলা দেখালেও তৃতীয় বার পিঠে গাঁথা বড়শির দড়ি ছিড়ে মাটিতে পরে যান মধু। বুকে পেটে আঘাত পেয়ে বাড়ি ফিরে আসে। এরপর থেকেই ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে। চড়ক দলের গুরু আশ্বাস দেন কেউ বান মেরেছে যার ফলেই এই ঘটনা ও শারীরিক অসুস্থতা।
advertisement
advertisement
এভাবেই কার্যত বিনা চিকিৎসায় ন'দিন কোরানী পাড়া গ্রামের বাড়ীতেই পরে থাকে দিন মজুরের কাজ করে খাওয়া মধু বর্মন। সোমবার সমস্ত ঘটনা জানার পরেই এলাকার পঞ্চায়েত সদস্য বিকাশ রায়, এক প্রকার জোর করেই আহত মধু বর্মনকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। কিন্তু দীর্ঘ সময় বিনা চিকিৎসায় থাকার জন্য কর্তব্যরত চিকিৎসকদের বহু চেষ্টার পরও মঙ্গলবার মৃত্যু হয় মধু বর্মণের।
advertisement
ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য বিকাশ রায় জানান, "আমরা মানা করার পরেও মধু গিয়েছিল চড়ক খেলা দেখাতে। কিছু টাকা পাবে এই আশায়। মধুর স্ত্রী মানসিক ভাবে দুর্বল। একটি মাত্র ছোট্ট ছেলে রয়েছে। আমরা সর্বক্ষণ পরিবারটির পাশে থাকার চেষ্টা করব।"
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News || Poila Baishakh: চড়কের খেলা দেখাতে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের! শুনলে চোখে জল আসবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement