TRENDING:

Jalpaiguri News: আচমকা হেলিকপ্টার নেমে এল জলপাইগুড়ির গ্রামে, দেখতে দৌঁড় গ্রামবাসীদের

Last Updated:

Jalpaiguri News: হস্পতিবার সন্ধ্যার মুখে আচমকাই একটি হেলিকপ্টার নেমে পড়ে রাজগঞ্জের ফুলতি পাড়া এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: খারাপ আবহাওয়ার জন্য ঠিকভাবে দেখা যাচ্ছিল না। হঠাৎই হেলিকপ্টার নেমে গেল জনবহুল এলাকায়। ঘটনা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যার মুখে আচমকাই একটি হেলিকপ্টার নেমে পড়ে রাজগঞ্জের ফুলতি পাড়া এলাকায়।
advertisement

ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বেলাকোবা পুলিশ ফাঁড়িতে। খবর যায় রাজগঞ্জ থানাতেও। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। জানা গেছে, সেনাবাহিনীর হেলিকপ্টারটি গৌহাটি থেকে বাগডোগরা যাচ্ছিল। পাইলট সহ মোট ৩ জন ছিল। অপরদিকে গ্রামে হেলিকপ্টার নামার খবর পৌছায় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের কাছে। তিনিও ছুটে যান এলাকায়।

advertisement

রবার্ট নামে এক স্থানীয় বাসিন্দা জানান প্রথমে আমাদের চা বাগানের ওপর দিয়ে দুই চক্কর কাটে হেলিকপ্টারটি। এরপর নিচে নেমে পড়ে। বেরিয়ে আসেন পাইলট। তিনি আমার কাছ থেকে স্থানীয় পুলিশ স্টেশনের ফোন নম্বর চাইলে আমি ওনাকে দিয়ে দেই। এরপর উনি থানায় যোগাযোগ করেন। পাইলট ছাড়াও হেলিকপ্টারে আরও দুজন ছিল। খবর চাউর হতেই হাজার হাজার গ্রামবাসী চলে আসেন।

advertisement

আরও পড়ুন, মাধ্যমিক পরীক্ষা দিতে বেরিয়েছিল অর্জুন, মাঝরাস্তায় ছুটে এল দাঁতাল! সব শেষ

View More

আরও পড়ুন, একটা সাপের দাম কোটি টাকা! চমকে দেওয়া দামের বিরল বিষধর উদ্ধার

রাজগঞ্জ থানার আই সি পঙ্কজ সরকার জানিয়েছেন প্রাথমিক ভাবে জানা গেছে সন্ধ্যা লাগায় দৃশ্যমানতা কমে যাওয়ার কারনে হেলিকপ্টারটি ফুলতি পাড়ায় জরুরী অবতরণ করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: আচমকা হেলিকপ্টার নেমে এল জলপাইগুড়ির গ্রামে, দেখতে দৌঁড় গ্রামবাসীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল