জলপাইগুড়ি: বছরভর প্রস্তুতি নিয়েও জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়া হল না অর্জুনের। অর্জুন দাস, হাতির হামলায় মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থীর। আজ সকালে বাবার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় জলপাইগুড়ি র বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারী এলাকায় হামলা চালায় দলছুট একটি দাঁতাল। সেই হামলাতেই অর্জুন দাস নামে ওই মাধ্যমিক পরীক্ষার্থী মারাত্মকভাবে জখম হয়, এরপরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
অর্জুনের প্রতিবেশীরা জানিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে বেলাকোবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল সে। টাকিমারী এলাকায় জংলি দাঁতাল হাতির সামনে পরে যায় অর্জুন, নিমেষেই হাতি অর্জুনকে আক্রমণ করে।
আরও পড়ুনঃ বিরাট খবর! বন্দে ভারতে এ বার জুড়তে চলেছে কলকাতা-গুয়াহাটি, কবে থেকে চলবে ট্রেন?
স্থানীয়রা গুরুতর আহত মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুনকে দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। হাস্পাতালে যাওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা অর্জুনকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনা প্রসঙ্গে বন বিভাগের সিসিএফ এসকে মোলে জানিয়েছেন, টাকিমারী এলাকায় হাতির আক্রমণে এক জনের মৃত্যু হয়েছে খবর পেয়েছি।
Surojit dey
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri, Madhyamik 2023