চালককে নামনো হয় দেখা যায় চালক পুরো মদ্যপঅবস্থায় গাড়ি চালাছিল । তারপর রাজগঞ্জ থানা সেখান থেকে পুলিশ বাহিনী এসে বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়। চালককে গ্রেফতার করে। এবং ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় এটি চারচাকা ছোট গাড়ি এবং মোটরসাইকেল কোন প্রাণহানি হয়নি ঘটনার জন্য চাঞ্চল্য এলাকায় জুড়ে।এই রাস্তার ধারে প্রতিনিয়তই বিভিন্ন ভাবে অস্বাভাবিক ভাবে যানবাহন চলাচল করে তার কারণে দুর্ঘটনা হয়ে থাকে পুলিশকে একটু বেশি সক্রিয় হতে হবে না হলে পরবর্তীতে আরো বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে এই রাস্তায় ।
advertisement
আরও পড়ুন - Earthquake News: নেপালে ভূমিকম্পের উৎসস্থল, কেঁপে গেল পটনা
আরও পড়ুন - ভূত চতুর্দশীতে পুজো হয় ইংরেজবাজার ব্যায়াম সমিতির মহাকালীর
মদ্যপ বাস চালক রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ছোট চার চাকা গাড়ি এবং একটি স্কুটিকে পরপর ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে গেল। ঘটনাস্থল থেকে মদ্যপ বাস চালককে আটক করেছে রাজগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে রাজগঞ্জের ফাটাপুকুর পেট্রোল পাম্পের সামনে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানাচ্ছেন, বাসের চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়।