সেই প্রতিযোগিতা ভারতের হয়ে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ জয় করে। এর আগেও রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক জয় করেছে প্রিয়াঙ্কা। মেয়ের এই পদক জয়ের পথ যে কতটা দুর্গম ছিলো তা বোঝা যায় প্রিয়াঙ্কার মায়ের কথায়, বাবা সামান্য রাজমিস্ত্রি, এদিকে মেয়ের স্বপ্ন বিশ্ব জয়। একপ্রকার বাধ্য হয়েই বাজার থেকে ঋণ এবং গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে তবেই ইতালিতে পৌঁছয় মেয়ে।
advertisement
আরও পড়ুনঃ দু'বছর পরে উত্তরবঙ্গের সব থেকে বড় পুজো এবং ভান্ডারি মেলার সুচনা
অপরদিকে প্রিয়াঙ্কার বাবার মুখেও সেই একই কথা, মেয়ে সাফল্য পেয়েছে সবার সহযোগিতায়। এতে খুব খুশি এবং কারন এতো বড়ো জায়গায় পৌঁছাবে মেয়ে এতে আমার জীবনে সব চেয়ে বড়ো পাওনা। আমার এর থেকে আর জীবনের কোনো বড়ো পাওনা নেই। রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের চান্দার বাড়ি গ্রামের নৌজেন রায়ের মেয়ে প্রিয়াঙ্কা রায়ে।
আরও পড়ুনঃ মাল নদীর দুর্ঘটনার তদন্ত চেয়ে প্রধান বিচারপতি সহ গ্রিন ট্রাইবুনালে আবেদন
গত ৩০ তারিখ ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। ১ অক্টোবর থেকে ১০ই অক্টোবর ওয়ার্ল্ড চিল্ড্রেন ক্যাডেট এন্ড জুনিয়র কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে প্রিয়াঙ্কা। সেই প্রতিযোগিতা ভারতের হয়ে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ জয় করে। এর আগেও রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক জয় করে প্রিয়াঙ্কা। তাই এই সাফল্যে খুশি পরিবার সহ এলাকার বাসিন্দারা।
Surajit Dey