TRENDING:

Jalpaiguri News: বেগুন চাষ করেই লাভ লাখ লাখ টাকা! মুখে হাসি কৃষকদের

Last Updated:

শীতকালে ভাতের পাতে বেগুন ভাজা থাকবে না তা কী হয়! তেমনি শীতকালে দু থেকে তিন মাস বেগুন চাষ করে খুশিতে মেতে থাকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রামসাইয়ের কৃষকরা। এই সময় তারা বিঘের পর বিঘে বেগুন চাষ করে কারণ এই বেগুন চাষ করতে তাদের তেমন খরচ হয় না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি : শীতকালে ভাতের পাতে বেগুন ভাজা থাকবে না তা কী হয়! তেমনি শীতকালে দু থেকে তিন মাস বেগুন চাষ করে খুশিতে মেতে থাকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রামসাইয়ের কৃষকরা। এই সময় তারা বিঘের পর বিঘে বেগুন চাষ করে কারণ এই বেগুন চাষ করতে তাদের তেমন খরচ হয় না। কম খরচে বিপুল পরিমাণে আয় হয়। মানুষের চাহিদা অনুযায়ী সাদা রঙের বেগুন চাষই বেশি করা হয়। এই বেগুনেরই বেশি চাহিদা পাহাড়ি এলাকায়। কারণ, এই বেগুন চাষে কম খরচে বেশি আয় হয়। তাই রামসাই এলাকার কৃষকেরা বেগুন চাষকেই বেশি প্রাধান্য দিয়েছে। কীভাবে হয় এই বেগুন চাষ?
advertisement

ফাঁকা জমিতে বীজতলা বানিয়ে সেখানে গোবর সার দিয়ে কিছু দিন ফেলে রাখতে হয়। এরপর সেখানে বেগুনের বীজ ছিটিয়ে ১৫ থেকে ২০ দিন অপেক্ষা করলেই বীজ তলায় চারা উৎপাদন হয়। এরপর সেই চারা জমিতে এমন ভাবে বোনা হয় যাতে প্রতিটি গাছ যেন সূর্যের আলো পায়। গোড়াতে জল জমতে দেওয়া যাবে না। তাই মাঝে মাঝে নর্দমার মতো ড্রেন থাকতে হবে।যাতে বাতাস খেলতে পারে সেদিকেও নজর দিতে হবে।

advertisement

আরও পড়ুনঃ শিশুদিবসের মেনুতে পড়ল ফ্রায়েড রাইস আর মাংস! বেজায় খুশি পড়ুয়ারা

সেজন্য বেগুনের চারাগুলি অন্তত দেড় থেকে দুই হাত ফাঁকে ফাঁকে বুনতে হবে। এতে চার গাছ বাড়তে সুবিধা হয়। যদি গাছ ভালো হয় তাহলে হলে ফলনও আকারে বড় হবে। নিয়মিত জল দিতে পাশাপাশি জমিতে মাটি উঁচু করে দিয়ে আল তৈরি করতে হবে। চারাগাছ লাগানোর প্রায় ৩০ থেকে ৩৫ দিন পর থেকে ফলন সুন্দরভাবে গজিয়ে উঠবে। গোবর সার এবং কিছু অংশ রাসায়নিক সার ব্যবহার করলেই ভালো ফলন পাওয়া যায়।

advertisement

View More

আরও পড়ুনঃ জেলা শিল্প কেন্দ্রে শুরু হল হস্তশিল্প মেলা ও প্রদর্শনী

রামসাই এলাকার এক বেগুন চাষী শহিদুল রহমান জানান, প্রতিবছরই তারা শীতের সময় বেগুন চাষ করেন। প্রায় দু থেকে তিন মাসের মধ্যে তাদের আয়ের পরিমাণ হয়ে দাঁড়ায় প্রায় দু লক্ষ টাকা মতো। মূলত তারা সাদা বেগুনই চাষ করেন। কোনও কারণে বৃষ্টি হলে তাদের একটু ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। কিন্তু এই বছর তেমনভাবে বৃষ্টি হয়নি। গ্রামের কম বেশি সমস্ত বাড়িতেই এই সময় বেগুন চাষ করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বেগুন চাষ করেই লাভ লাখ লাখ টাকা! মুখে হাসি কৃষকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল