আরও পড়ুন: বিশ্ব মৌমাছি দিবসে সতর্কবার্তা কৃষকদের
নারী ও শিশু পাচার ঠেকাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় জলপাইগুড়ির স্কুলে স্কুলে প্রচার অভিযান শুরু করেছে জেলা পুলিশ। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ইতিমধ্যেই ডুয়ার্সের চা বাগানগুলির শ্রমিক মহল্লার মেয়েদের মধ্যে নারী সচেতনতামূলক একাধিক পদক্ষেপ নিয়েছে। কীভাবে নারী পাচার হয় সেই বিষয়গুলি আলোচনা করে অল্পবয়সী মেয়েদের সতর্ক করে দেওয়া হচ্ছে। আলোচনায় উঠে এসেছে মোবাইল ফোনের প্রসঙ্গও।অনলাইনের মাধ্যমে পাচারকারীরা কীভাবে ফাঁদ পেতে মেয়েদের পাচার করে সেগুলি স্কুল ও চা বাগানের শ্রমিক মহল্লায় প্রচার করে সচেতন করার এই প্রক্রিয়া ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে।
advertisement
এদিকে জলপাইগুড়ির পুলিশ সুপার নিজে শিশুদের মধ্যে খাকি উর্দি সম্বন্ধে ভীতি দূর করতে উদ্যোগী হলেন। তিনি একটি পাহাড় ঘেরা প্রাথমিক স্কুলে গিয়ে সেখানে শিশু ও অভিভাবকদের বলেন, আগে থেকে সতর্ক থাকলে পাচারের বিপদ থেকে সহজেই রেহাই পাওয়া যাবে।
সুরজিৎ দে