ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে পুরুষদের নির্বীজকরণ করা হয়। অপারেশনের আগে, পুরুষদের শারীরিক পরীক্ষা করা হয় ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে। তারপরে তাদের ওটিতে নিয়ে গিয়ে অপারেশন করা হয়। একটি বিশেষ মেডিকেল টিমের উপস্থিতিতে এই অপারেশন করা হয়। ডেপুটি সিএমওএইচ ত্রিদীপ দাস এর উপস্থিতিতে নির্বীজকরণ করা হয় ১৫ জনকে।
advertisement
নির্বীজকরণের জন্য আসা পুরুষরা জানান, অপারেশনের পর যাতে কোনও ধরনের অসুবিধা না হয় সেই জন্য চিকিৎসকরা বিশেষ নজর দেন। এই প্রক্রিয়ায় নির্বীজকরণের মূল উদ্দেশ্য হল জনসংখ্যা হ্রাস করা। চিকিৎসকেরা জানিয়েছেন, ছোট পরিবার একটি সুখী পরিবার।
আরও পড়ুন: অনুব্রত নয়...! তিহাড়ে 'অন্য' কারও সঙ্গে সাক্ষাতের আবদার কেষ্ট-কন্যার! চাইলেন বই, আর...?
ভাল পারিবারিক পরিস্থিতিতে বসবাসের জন্য পরিবার পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিচ্ছেন। এছাড়াও, দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে সবাইকে নজর দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। অন্যদিকে, মল ব্লক বিএমওএইচ দীপঙ্কর কর এ বিষয়ে জানিয়েছেন, ১৫ জন পুরুষকে সফলভাবে নির্বীজকরন করা হয়েছে।
সুরজিৎ দে