অ্যালার্মিং সিস্টেম পরীক্ষার জন্য সোমবার গরুমারা থেকে কুনকি হাতি এনে রেললাইনের পাশ দিয়ে হাঁটানো হয়। পরীক্ষা করা হয় অ্যালার্মিং সিস্টেম। একে বলা হচ্ছে ইনট্রুসন ডিভাইস সিস্টেম। এই অপটিক ফাইবারের মাধ্যমে রেল লাইনে হাতি চলে আসার খবর পৌঁছে যাবে স্টেশন মাস্টারের কাছে। তিনি চালককে সাবধান করে দিতে পারবেন।
আরও পড়ুনঃ সঞ্জয় দত্তের অকাল মৃত্যু! হুগলিতে গভীর শোকের ছায়া, কীভাবে মৃত্যু জানুন
advertisement
ডুয়ার্সের বুক চিরে বয়ে যাওয়া রেললাইনে একাধিক ঘটনায় হাতির মৃত্যুর ঘটনা দেখা গিয়েছে। লাইনের উপর দিয়ে হাতির চলাচল ডুয়ার্সে নতুন নয়।বানারহাট এলাকায় একাধিক বার হাতির দলের রেললাইনে মৃত্যুর ঘটনা ঘটেছে। জলঢাকা সেতু এলাকাতেও হাতির মৃত্যুর ঘটনা দেখা গিয়েছে। সেই সময় থেকে দাবি উঠেছিল রেল লাইনে হাতি মৃত্যু রোধের পদক্ষেপ গ্রহনের। এ ধরনের দুর্ঘটনা আটকাতে একাধিক ব্যবস্থা নিয়েছিল রেল ও বনদফতর। ডুয়ার্সের জঙ্গল এলাকায় ট্রেনের গতি ধীর করা, হাতির করিডরে আন্ডারপাস তৈরি। তবে তারপরও রেল লাইনের ওপর মাঝেমধ্যেই হাতি চলে আসায় ঘটছে দুর্ঘটনা। তবে এই পদক্ষেপ সফল হলে আগামী দিনে দেশের যেসব জায়গায় রেললাইনের ওপর দিয়ে হাতির দল পারাপার করে সেইসব জায়গায় এই সেন্সর সিস্টেম লাগানো হবে।
এ দিকে রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ প্রেমীরা। কারণ বহুবার দেখা গিয়েছে ডুয়ার্সের বুক দিয়ে বয়ে যাওয়া যে রেলপথ সেই রেলপথে রেলের ধাক্কায় প্রতিনিয়ত হাতি, বাইসনের মৃত্যু হয়েছে। তা রুখতে ভারতীয় রেল দফতরের এই ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছে তারা।