Sad News|| সঞ্জয় দত্তের অকাল মৃত্যু! হুগলিতে গভীর শোকের ছায়া, কীভাবে মৃত্যু জানুন

Last Updated:

সঞ্জয় দত্তের অকাল মৃত্যু। নির্মীয়মান বাড়ির সানসেট ভেঙে মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটে চুঁচুড়া দেবীপুর ইটখোলা এলাকায়।

+
প্রতীকী

প্রতীকী ছবি।

#হুগলি: নির্মীয়মান বাড়ির সানসেট ভেঙে মর্মান্তিক মৃত্যু হল শিশুর। ঘটনাটি ঘটে চুঁচুড়া দেবীপুর ইটখোলা এলাকায়। রবিবার বিকেলে এলাকার অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল ওই শিশু হঠাৎই ঘটে দুর্ঘটনা। বছর বারোর মৃত শিশুর নাম সঞ্জয় দত্ত। শিশু মৃত্যুকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া স্থানীয় বাসিন্দা ও পরিবার-পরিজনদের মধ্যে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেলে একটি নির্মীয়মান বাড়িতে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল সঞ্জয়। সেই সময়ই হঠাৎই সানসেট সমেত পড়ে যায় সে। তার মাথায় গুরুতর আঘাত লাগে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়।
আরও পড়ুনঃ ফের রাজ্যে টাকার পাহাড়ের হদিশ! উদ্ধার থরে থরে সাজানো বিপুল টাকা! পুলিশের চক্ষু চড়কগাছ
স্থানীয় মানুষের অভিযোগ, নির্মীয়মান বাড়ি অপরিকল্পিতভাবে করা হয়েছিল। কোনওরকম বাউন্ডারি দেওয়া ছিল না। আর সেখানেই প্রতিদিন খেলা করত এলাকার শিশুরা। এলাকার মানুষের দাবি, বাড়ি মালিকে নিহত শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। যদিও বাড়ি মালিকের কোন খোঁজ মেলেনি। চুঁচুড়া থানার পুলিশ সোমবার মৃতদেহ ময়না তদন্তে পাঠায়।
advertisement
advertisement
পরিবার জানিয়েছে, খেলার সময় মেয়ে ওপর পড়ে যায় সানসেট, তাতেই মৃত্যু হয়। ছোটবেলা থেকেই ঠাকুমার কাছেই মানুষ সঞ্জয়। বাড়িতে বাবা থাকলেও মা থাকে না। সঞ্জয় মৃত্যুতে গভীর শোকের ছায়া এলাকায়।
স্থানীয় এক বাসিন্দা জানান, প্রতিদিনের মতো পাড়ার বাচ্চারা খেলা করছিল। খেলতে খেলতে নির্মীয়মান বাড়ির সানসেটের ওপরে চলে আসে। হঠাৎই ভেঙ্গে পড়ে সানসেটটি। বাচ্চাটির মাথার ওপর ভেঙে পরে সানসেট। স্থানীয়রা বাচ্চা টিকে নিয়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় কিন্তু ততক্ষণে সব শেষ।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/হুগলি/
Sad News|| সঞ্জয় দত্তের অকাল মৃত্যু! হুগলিতে গভীর শোকের ছায়া, কীভাবে মৃত্যু জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement