Money Recover|| ফের রাজ্যে টাকার পাহাড়ের হদিশ! উদ্ধার থরে থরে সাজানো বিপুল টাকা! পুলিশের চক্ষু চড়কগাছ

Last Updated:

কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ির বাংলাদেশ সীমান্ত থেকে এক ভারতীয় ব্যক্তিকে গ্রেফতার করল কুচলিবাড়ি থানার পুলিশ।বাংলাদেশের প্রায় ২৭ লক্ষ টাকা-সহ সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#মেখলিগঞ্জ: কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ির বাংলাদেশ সীমান্ত থেকে এক ভারতীয় ব্যক্তিকে গ্রেফতার করল কুচলিবাড়ি থানার পুলিশ। বাংলাদেশের প্রায় ২৭ লক্ষ টাকা-সহ সেই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, "রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তিকে আটক করে কুচলিবাড়ি থানার পুলিশ। কুচলিবাড়ি থানার পুলিশ সোমবার ধৃত ওই ব্যক্তিকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে পেশ করে।"
আরও পড়ুনঃ ঘুরেই বেড়াচ্ছিল এ বাড়ি-ও বাড়ি, আচমকা কী ঘটল! পবন পুত্রের মৃত্যুতে বাড়ছে ক্ষোভ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "ধৃত ওই ব্যক্তির নাম মহম্মদ মহাসিন। ধৃত ওই ব্যক্তির বাড়ি ১০৮ ছোট কুচলিবাড়ি এলাকায়।" তবে কী করে ভারতীয় এক ব্যক্তির কাছে এত বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা এল সেই বিষয় নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই মেখলিগঞ্জ আদালত ধৃত ওই ব্যক্তিকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বিস্তারিত তদন্তের মাধ্যমে জানা সম্ভব হবে এত বিপুল পরিমাণে বাংলাদেশের টাকা কিভাবে এল ভারতীয় ওই ব্যক্তির কাছে। এ ছাড়া ওই ব্যক্তির সঙ্গে আরও অন্য কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়েও তদন্ত করা হচ্ছে।
advertisement
advertisement
তবে কোচবিহার জেলার সীমান্তবর্তী এলাকায় যেভাবে সক্রিয় হয়ে উঠছে পাচার চক্র কিংবা চোরাচালানকারীদের দল। সেই বিষয় নিয়ে রীতিমত উদ্বিগ্নতা প্রকাশ করছেন কোচবিহার জেলার অধিকাংশ মানুষেরা।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Money Recover|| ফের রাজ্যে টাকার পাহাড়ের হদিশ! উদ্ধার থরে থরে সাজানো বিপুল টাকা! পুলিশের চক্ষু চড়কগাছ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement