পৌষ পার্বণের উপলক্ষে মাটির সরা তৈরি করতে ব্যস্ত জলপাইগুড়ির পাল পাড়ার মৃৎশিল্পীরা। পিঠেপুলির দিন বা পৌষ পার্বণের সময় ক্রমশই এগিয়ে আসছে। জলপাইগুড়ি বেলাকোবা অঞ্চলের মোহিত নগর এলাকার পাল পাড়ার মৃৎশিল্পীরা রোজগারের আশায় এবারও তৈরি করছেন মাটির রকমারী সরা । যদিও এই ধরনের পেশা তাঁদের বহু পুরনো। প্রায় ২৫-৩০ বছর ধরে এই ধরনের কাজ করেই সংসার চালাচ্ছেন।এমনই দুই মৃৎশিল্পী চিত্র পাল ও চানু পাল। তাঁদের বয়স প্রায় ষাটোর্ধ্ব। তাঁরা মূলত মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করে বাজারে বিক্রি করে থাকেন। এইবারও সেই কাজে ভাটা পড়েনি। তবেৎগত কয়েক দিন ধরে শুধু মাটির দু'ধরনের সরা তৈরি করে চলেছেন। তাঁরাই জানালেন, মাটির দাম বেড়েছে। কিন্তু বিক্রির সময় সেইভাবে দামও পান না। তবুও স়়ংসার চালাতে দীর্ঘ কয়েক বছর ধরে মাটির কাজ করে চলেছেন। যেহেতু এখন পুজো শেষ। আসছে পৌষ পার্বণ। তাই মাটির সরা বানিয়ে কিছু রোজগারের আশায় রয়েছেন এই প্রবীণ দম্পতি।
advertisement
আরও পড়ুন: চলছে সৌন্দর্যায়ন, তার মধ্যেই ভিড় উপচে পড়ছে দুর্গাপুর ব্যারেজে
এমনই এক সরা প্রস্তুতকারী জানালেন, যে হারে মাটির দাম বেড়েছে সে হারে লাভ হয় না। তবুও এখনও বংশ পরম্পরায় এই কাজ করে চলেছেন। যদিও নতুন প্রজন্ম আর এই কাজে আসতে চায় না। প্রতিটি সরার দাম পড়ে ২৫ থেকে ৩০ টাকা। পাইকারি বিক্রেতারা এসে বাড়ি থেকে এই সরা সংগ্রহ করে নিয়ে যায় বিক্রির জন্য।
সুরজিৎ দে