West Bardhaman News : চলছে সৌন্দর্যায়ন, তার মধ্যেই ভিড় উপচে পড়ছে দুর্গাপুর ব্যারেজে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
নতুন বছর পড়তেই আবার ভিড় ফিরেছে দুর্গাপুর ব্যারেজে, আনন্দে মেতেছে মানুষ
#পশ্চিম বর্ধমান: নতুন বছরের শুরু থেকেই দুর্গাপুর ব্যারেজ ব্যাপক জনসমাগম। এমনিতে দুর্গাপুর ব্যারেজে সৌন্দর্যায়নের কাজ চলছে। ফলে সেখানে বেশ কিছুটা আনাগোনা কমেছিল মানুষের। তবে নতুন বছর শুরু হতেই ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কারণ দুর্গাপুর ব্যারেজের মনোরম পরিবেশ আর নৌকা বিহারের সঙ্গে পিকনিকের মজা। আর তার জন্যই ব্যাপক সংখ্যক জনসমাগম হচ্ছে দুর্গাপুর ব্যারেজে, চলছে জমিয়ে খাওয়া দাওয়া আর দেদার হই হুল্লোড়। সবমিলিয়ে দুর্গাপুর ব্যারেজ যেন আবার জীবন ফিরে পেয়েছে। অনেক পরিবারকেই দেখা যাচ্ছে পোষ্যকে নিয়ে পিকনিকের আনন্দে মেতে উঠতে। আবার কচিকাঁচা থেকে শুরু করে মধ্যবয়স্ক, প্রায় সকলেই পিকনিকের ফাঁকে নিয়ে নিচ্ছেন নৌকা বিহারের মজা।
প্রসঙ্গত, দুর্গাপুর ব্যারেজকে নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু করেছে রাজ্য সরকার। দুর্গাপুর ব্যারেজের দুই পাড়ে সুসজ্জিত পার্ক গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি ব্যারেজ মেরামতির কাজও চলছে জোরকদমে। ফলে বিগত দু'বছর ধরে দুর্গাপুর ব্যারেজে মানুষের আনাগোনা একটু কমেছে। তবে গ্রীষ্মকালের বিকেলে ব্যারেজের বালির চরে মনোরম আবহাওয়া উপভোগ করতে হাজির হন বহু মানুষ।
advertisement
advertisement
অতিমারি পরিস্থিতির জন্য দু'বছর সেভাবে পিকনিকের আয়োজন করা হয়নি। তবে চলতি বছর যেহেতু পরিস্থিতি স্বাভাবিক, সেজন্য দুর্গাপুর ব্যারেজে উপচে পড়ছে পর্যটকদের ভিড়। বহু মানুষ পিকনিক করতে দুর্গাপুর ব্যারেজে ভিড় জমিয়েছেন। নববর্ষের দিন থেকেই দুর্গাপুর শহরের তাপমাত্রা অনেকটাই নেমেছে। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন থাকছে আবহাওয়া। ফলে এমন মনোরম আবহাওয়ার সঙ্গে দুর্গাপুর ব্যারেজের সৌন্দর্যকে সঙ্গী করে পিকনিকের মেজাজে মেতে উঠেছেন মানুষজন।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
January 04, 2023 7:24 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News : চলছে সৌন্দর্যায়ন, তার মধ্যেই ভিড় উপচে পড়ছে দুর্গাপুর ব্যারেজে