প্রাপ্তি জানায়, সে ইঞ্জিনিয়ার হতে চায়। এখন সে তার জন্য অনুশীলন করবে। তবে পড়াশোনার সাথে সাথে প্রাপ্তির সখ হল গিটার বাজানো ও ছবি আঁকা।সাথে গান এবং গল্পের বই পরতে পছন্দ করে। আগামীতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা রয়েছে বলে সে জানিয়েছেন।এই বড় সাফল্যের সংবাদ শোনার পর প্রাপ্তির পরিবারের সদস্যরা যথেষ্ট আনন্দিত হয়।তাকে মিষ্টি মুখ করানো হয়।এক কথায় তার যেন খুশির হাওয়া।পরীক্ষা ভালো হয়। তাই তার আশাপ্রদ ফল সে পেয়েছে। কিন্তু রাজ্যে যে তৃতীয় স্থান অর্জন করবে তা সে আশা করেনি- জানাল সে।
advertisement
সাফল্য প্রসঙ্গে তার বাবা জানান, 'আমরা ওকে তেমন ভাবে সময় দিতে পারতাম না। কাজ নিয়েই ব্যস্ত থাকতাম।নিজে নিজে চেষ্টা করেই ও এই রেজাল্ট করেছে। তবে স্কুলের শিক্ষক ও বাড়ির শিক্ষকদের ভূমিকা রয়েছে৷অন্যদিকে তার মা জানান, ও ইঞ্জিনিয়ারিং পড়তে চায়।'
advertisement
Location :
First Published :
July 18, 2022 1:01 PM IST