TRENDING:

Jalpaiguri News: ICSE-তে রাজ্যে তৃতীয় জলপাইগুড়ির প্রাপ্তি

Last Updated:

ICSE Result| West Bengal: ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় প্রাপ্তি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: এবার রাজ‍্যর মধ্যে তৃতীয় তথা জেলার মধ্যে প্রথম স্থান লাভ করল জলপাইগুড়ি হলি চাইল্ড বিদ্যালয়ের ছাত্রী প্রাপ্তি।ICSE বোর্ডের মাধ্যমিকে রাজ্যে তৃতীয় ও জেলায় প্রথম পদ লাভ করল প্রাপ্তি সরকার।তার প্রাপ্ত নম্বর হল ৯৯.২ শতাংশ । সে জলপাইগুড়ি হলিচাইল্ড বিদ্যালয়ে পড়াশোনা করে। জলপাইগুড়ি তিন নম্বর ঘুমটি কদমতলা বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় বাড়ি তার। বাবা পেশায় পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার মৃন্ময় সরকার ও মা হীরা পাল দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তার এই সাফল্যে জলপাইগুড়ির নাম উজ্জ্বল করেছে সে।
advertisement

আরও পড়ুন Malda Professor turns Pop Singer: ফাটাফাটি ব্যাপার! মালদহের পপ সিঙ্গার মাতালেন সুইডেন! গাইলেন 'I am Virus', শুনুন

প্রাপ্তি জানায়, সে ইঞ্জিনিয়ার হতে চায়। এখন সে তার জন্য অনুশীলন করবে। তবে পড়াশোনার সাথে সাথে প্রাপ্তির সখ হল গিটার বাজানো ও ছবি আঁকা।সাথে গান এবং গল্পের বই পরতে পছন্দ করে। আগামীতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা রয়েছে বলে সে জানিয়েছেন।এই বড় সাফল্যের সংবাদ শোনার পর প্রাপ্তির পরিবারের সদস্যরা যথেষ্ট আনন্দিত হয়।তাকে মিষ্টি মুখ করানো হয়।এক কথায় তার যেন খুশির হাওয়া।পরীক্ষা ভালো হয়। তাই তার আশাপ্রদ ফল সে পেয়েছে। কিন্তু রাজ্যে যে তৃতীয় স্থান অর্জন করবে তা সে আশা করেনি- জানাল সে।

advertisement

আরও পড়ুন Allegation against Nursing Home| Birbhum: জুটেছে খারাপ ব্যবহার, মেলেনি সদ্যোজাতের চিকিৎসা, শিশুর মৃত্যু, অভিযোগ দুর্গাপুরের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সাফল্য প্রসঙ্গে তার বাবা জানান, 'আমরা ওকে তেমন ভাবে সময় দিতে পারতাম না। কাজ নিয়েই ব্যস্ত থাকতাম।নিজে নিজে চেষ্টা করেই ও এই রেজাল্ট করেছে। তবে স্কুলের শিক্ষক ও বাড়ির শিক্ষকদের ভূমিকা রয়েছে৷অন্যদিকে তার মা জানান, ও ইঞ্জিনিয়ারিং পড়তে চায়।'

advertisement

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ICSE-তে রাজ্যে তৃতীয় জলপাইগুড়ির প্রাপ্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল