বিভিন্ন ফুলের মেলার শোভায় সেজে উঠেছে জলপাইগুড়ি। শুক্রবার তারই উদ্বোধন হলো জাঁকজঁমকভাবে। প্রথম দিনেই ফুল মেলায় বিভিন্ন ফুল দেখতে ফুলপ্রেমী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
শীতের বিদায় বেলায় নানা ধরনের ফুল নিয়ে হর্টিকালচার ও সায়েন্স নেচার ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই ফুল মেলা অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি জেলার মাদ্রাসা ময়দানে। এই ফুল মেলা উদ্বোধন করলেন শিলিগুড়ি ও জলপাইগুড়ি উন্নয়ন কতৃপক্ষ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।
advertisement
প্রতিবছর শীতের সময় এই ডুয়ার্সে সরকারের পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয় কিন্তু এবছর তা হচ্ছে না । তাই এ বছর দুটি সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে ফুল মেলা ।তবে এ শুধু ফুলের মেলা নয়। ফুলের গাছ পরিচর্যা নিয়ে রয়েছে একটি প্রতিযোগিতাও।
ফুলমেলায় এসে এক ফুল প্রেমিক নীতা সাহা জানান, আমি ফুল ভীষণ ভালোবাসি। তাই যেখানেই এই ফুলমেলা হয় সেখানেই আমি চলে যাই।
আরও পড়ুন: বাইকের হর্ন বাজানো নিয়ে ঝামেলা! দিনেদুপুরে রাস্তার উপর ক্রিকেটারের করুণ পরিণতি
জলপাইগুড়িতে এমন অপরূপ সুন্দর ফুল মেলা হচ্ছে শুনে থাকতে পারি নি, প্রথম দিনেই চলে এসেছি। বিভিন্ন ধরনের ফুল গাছ কিনলাম এবং এই দুই সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই। অপরদিকে, মেলা কর্তৃপক্ষ জানান, আমরাহর্টিকালচার ও সায়েন্স নেচার ক্লাবের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করেছি।
আরও পড়ুন: Purulia News: অল ইন্ডিয়া জন সুরক্ষা অধিকার কমিটির সর্বভারতীয় জেলা সম্মেলন পুরুলিয়ায়
এখানে প্রায় ৪৫ টি স্টল রয়েছে, বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে এবং রয়েছে বিভিন্ন ধরনের ফুলও। সরকারি কারণে গত দু'বছর মেলা হয়নি কোনও জায়গায়। তাই ফুলপ্রেমীদের কথা মাথা রেখেই শহরবাসীর জন্য আমরা এই ফুল মেলা উপহার দিলাম জলপাইগুড়িবাসীকে।
সুরজিৎ দে