আরও পড়ুন: বেশি লাভ করতে তিলের তেল খাওয়া ছেড়েছে গ্রাম বাংলা
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে আচমকা ৫-৬ টি বুনো শুয়োর ধূপগুড়ি ব্লকের কুর্শামারি সংলগ্ন বেতগারা কলোনি এলাকায় ঢুকে তাণ্ডব শুরু করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পার্শ্ববর্তী রামসাই জঙ্গল থেকে ওই বুনো শুয়োররা বেতগারা কলোনিতে ঢুকে পড়েছিল বলে জানা গিয়েছে। তাদের হাত থেকে গ্রামকে বাঁচাতে ছেলে-বুড়োরা দলবেঁধে ছুটে যায়। বুনো শুয়োর তাড়াতে গিয়ে উল্টে ঘটে বিপত্তি। ক্ষেপে গিয়ে গ্রামবাসীদের আক্রমণ করে তারা। আর তাতেই বেশ কয়েকজন গ্রামবাসী আহত হন।
advertisement
আঘাত গুরুতর হওয়ায় পাঁচজন গ্রামবাসীকে দ্রুত চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ওই এলাকার আশেপাশেই বুনো শুয়োরের দলটি অবস্থান করছে। ফলে প্রবল আতঙ্কে ভুগছে গ্রামের মানুষ। ভয়ে রাস্তাঘাট প্রায় শুনশান।
সুরজিৎ দে