আর এই ভাতের যোগান দেয় ধান। সেই ধান মূলত আষাঢ় শ্রাবণ মাসে এই ধান রোপন করা হয় জমিতে। সেই সময় বৃষ্টি থাকে। কিন্তূ সেই নিয়ম পরিবর্তন হচ্ছে ক্রমশ। চলতি বর্ষায় তেমন ভাবে বৃষ্টির দেখা না মেলায় বিপাকে পড়েছেন চাষিরা। ধানের জন্য প্রস্তুত করা জমি শুকিয়ে গিয়েছে গরমের দাপটে।
আরও পড়ুনঃ মশা ঠেকাতে জলাশয় ও নর্দমায় গাপ্পি মাছ ছাড়ল পুরসভা
advertisement
ফলে ধান চাষ করতে পারবেন কি না তা নিয়ে চিন্তিত ময়নাগুড়ির ধান চাষিরা। ধান চাষি গোপাল রায় বলেন, \" বৃষ্টির অভাবে জমি শুকিয়ে গেছে ফলে ধান রোপন করতে পারছি না। বিচন গুলিও প্রায় নষ্ট হয়ে যাচ্ছে।\" আরেক চাষী সুবোধ অধিকারী বলেন, \" জমিতে ধান লাগানো হলেও বৃষ্টির অভাবে রোপন করা ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে। ধান এবার নষ্ট হয়ে গেলে খুব সমস্যায় পড়বো আমরা।\"
advertisement
Geetashree Mukherjee
Location :
First Published :
August 01, 2022 8:47 PM IST