Jalpaiguri News: মশা ঠেকাতে জলাশয় ও নর্দমায় গাপ্পি মাছ ছাড়ল পুরসভা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
জলপাইগুড়ি শহরে ডেঙ্গু আক্রান্ত চার,দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়া জলাশয়ে এবং ড্রেনে গাপ্পি মাছ ছেড়ে প্রতিকারের চেষ্টা পৌরসভার।
#জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরে ডেঙ্গু আক্রান্ত চার,দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়া জলাশয়ে এবং ড্রেনে গাপ্পি মাছ ছেড়ে প্রতিকারের চেষ্টা পৌরসভার। বিগত দিনে জলপাইগুড়ি জেলার বাগরাকোর্ট এলাকায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিল ডেঙ্গু জ্বর, সেখানে জলের সমস্যা থাকায় এলাকার মানুষ জল জমিয়ে রাখতেন। আর সেই জমা জলেই জন্ম নিয়ে মারাত্মক আকার ধারন করেছিল ডেঙ্গু। যদিও তা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবরকিন্তু সঠিক সময়ে ডেঙ্গুকে আটকাতে না পারলে তা ভয়াবহ হতে পারে। সেই জন্য এই ধরনের বিশেষ উদ্যোগ নিচ্ছে পুর প্রশাসন।
তবে সম্প্রতি জলপাইগুড়ি শহরে চার জনের রক্তে ডেঙ্গুর নমুনা পাওয়া গিয়েছে, যাদের মধ্যে তিন জন্যই বহিরাগত বলে জানিয়েছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, তিনি ডেঙ্গু মোকাবিলা করার লক্ষ্যে পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে অবস্থিত দীর্ঘ সময় থেকে সংস্কার না হওয়া একটি জলাশয়ে গাপ্পি মাছ ছাড়েন। অন্যদিকে, জলপাইগুড়ি পুর এলাকার ২০ নং ওয়ার্ডে ছাড়া ড্রেনে মাছ ছাড়া হয়েছে ডেঙ্গু আটকাতে।এই প্রসঙ্গে সৈকত বাবু জানিয়েছেন, এই মুহূর্তে জলপাইগুড়ি শহরে ডেঙ্গু নিয়ে ভয় পাবার মতো অবস্থা না থাকলেও কোথাও পরিষ্কার জল জমে থাকতে দেওয়া যাবে না, কারণ এই পরিষ্কার জমা জলেই জন্ম নেয় ডেঙ্গু মশার লার্ভা। তাই সবাইকে সচেতন হতে হবে ডেঙ্গু বিষয়ে। জল জমানো যাবে না। শোয়ার সময় মশারি ব্যবহার করতে হবে। পুরসভার তরফে এমনটাই জানানো হয়েছে।পাশাপাশি জ্বর যদি হয়, সেক্ষেত্রে প্রয়োজনীয় টেস্ট করতে হবে।
advertisement
গীতশ্রী মুখার্জি
advertisement
Location :
First Published :
August 01, 2022 11:13 AM IST