আরও পড়ুন: দুই নদীর চোখ রাঙানিতে ঘুম উড়েছে স্থানীয়দের
গত ২৭ অগস্ট থেকে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের ভোট নেওয়ার কাজ শুরু করেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। মঙ্গলবার জলঢাকা সহ বিভিন্ন এলাকায় ভোটকর্মীরা যান। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কমিশনের এই পদক্ষেপে খুশি বয়স্করা।
advertisement
এই প্রসঙ্গে এলাকার এক বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার বলেন, ধূপগুড়িতে পঞ্চায়েত ভোটে যে হারে মারামারি হয়েছে তাতে ভোট দেওয়ার ইচ্ছেটাই উঠে গিয়েছিল। কিন্তু বাড়িতে এসে এভাবে ভোট নেওয়ায় শান্তিপূর্ণভাবেই নিজের মত জানাতে পেরেছি। উল্লেখ্য অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে ধূপগুড়িতে। বিভিন্ন জায়গায় চলছে রুটমার্চ। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রচারও চলছে জোরকদমে।
সুরজিৎ দে