TRENDING:

Jalpaiguri News: বিধি মেনে ধূপগুড়িতে বাড়িতেই ভোট প্রবীণদের

Last Updated:

নির্বাচন কমিশনের বিধি মেনে বাড়িতেই ভোট দিচ্ছেন ধূপগুড়ির প্রবীণ ভোটাররা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন আগামী ৫ সেপ্টেম্বর। তার আগে নির্বাচন কমিশন জানিয়ে দিল বিধি মেনেই প্রবীণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ভোটাররা চাইলে বাড়িতেই ভোট দান করতে পারবেন। বাড়ির মধ্যেই পোর্টেবল বুথ করে এইভাবে পোস্টাল ব্যালটে ভোটদান প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়ির এই বিধানসভার উপনির্বাচনে।
advertisement

আরও পড়ুন: দুই নদীর চোখ রাঙানিতে ঘুম উড়েছে স্থানীয়দের

গত ২৭ অগস্ট থেকে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের ভোট নেওয়ার কাজ শুরু করেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। মঙ্গলবার জলঢাকা সহ বিভিন্ন এলাকায় ভোটকর্মীরা যান। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কমিশনের এই পদক্ষেপে খুশি বয়স্করা।

advertisement

View More

এই প্রসঙ্গে এলাকার এক বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার বলেন, ধূপগুড়িতে পঞ্চায়েত ভোটে যে হারে মারামারি হয়েছে তাতে ভোট দেওয়ার ইচ্ছেটাই উঠে গিয়েছিল। কিন্তু বাড়িতে এসে এভাবে ভোট নেওয়ায় শান্তিপূর্ণভাবেই নিজের মত জানাতে পেরেছি। উল্লেখ্য অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে ধূপগুড়িতে। বিভিন্ন জায়গায় চলছে রুটমার্চ। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রচারও চলছে জোরকদমে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বিধি মেনে ধূপগুড়িতে বাড়িতেই ভোট প্রবীণদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল