আরও পড়ুনঃ প্রাণের ঝুঁকি নিয়ে রক্ষা অসংখ্য যাত্রীকে, সাহসী খুদেকে মাত্র ১৫০০ টাকা পুরস্কার রেলের!
স্বাস্থ্যকর্মী নন্দিতা পালের স্বামী সুকুমার পাল কর্মসূত্রে বাইরে থাকেন। এমনকী ছেলে, মেয়েরাও নিজেদের পড়াশোনার জন্য ব্যস্ত থাকে। তাই, তাঁকে বাড়িতে একাই থাকতে হয়। স্বাস্থ্যকর্মী হিসেবে নিজের কর্তব্য পালন করে, বাড়ি ফিরে প্রায় ১৫ দিন ধরে তৈরি করছেন এই দুর্গা প্রতিমা। অনেক আগে থেকেই তাঁর অঙ্কন এবং আলপনার প্রতি যথেষ্ট দক্ষতা রয়েছে। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের ইচ্ছেমতো ওয়াল পট্টি, আঠা এবং টিস্যু পেপারকে মিশিয়ে মন্ড তৈরি করে ধীরে ধীরে তৈরি করছেন এই দুর্গা প্রতিমা। নিজের কাজের পরেও এভাবে দুর্গা প্রতিমা তৈরি করতে পারায় বেশ খুশি নন্দিতা পালের স্বামী সুকুমার পাল এবং তার ছেলে,মেয়ে।
advertisement
স্বাস্থ্যকর্মী নন্দিতা পালের কথায়, “বাড়িতে একা থাকতাম বলে খুব মোবাইল দেখতাম, সেজন্য চোখের সমস্যা দেখা দিয়েছিল। তাই মোবাইল থেকে পরিত্রাণের জন্য মূর্তি তৈরির কাজ শুরু করলাম। এসব হাতের কাজের শখ আর ইচ্ছে আগে থেকেই ছিল। সামনেই দুর্গাপুজো, কোনও পুজো কমিটি যদি এই প্রতিমাকে নিয়ে পুজো করে তাহলে খুব খুশি হব।”
সুরজিৎ দে