TRENDING:

Jalpaiguri: ডুয়ার্সে ডেঙ্গুর থাবা, আক্রান্ত ৭০ জন

Last Updated:

ডুয়ার্সে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। জলপাইগুড়ি জেলা জুড়েই বিগত কিছুদিন ধরে সংক্রমণ বেড়ে চলেছে।ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলায় ৭০ জনের দেহে এই সংক্রমণ ধরা পড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: ডুয়ার্সে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। জলপাইগুড়ি জেলা জুড়েই বিগত কিছুদিন ধরে সংক্রমণ বেড়ে চলেছে।ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলায় ৭০ জনের দেহে এই সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ ধরা পড়েছে ডুয়ার্সের কালিম্পং জেলা লাগোয়া বাগরাকোট চাবাগান সহ বিভিন্ন এলাকাতেও। সেখানেই সংক্রমণ প্রায় ৫০ এর কাছাকাছি। ওদলাবাড়ির মাল ব্লক হাসপাতাল, মাল সুপার স্পেশালিটি হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সংক্রমিতদের চিকিৎসা চলছে। কেউ কেউ বাড়িতে রয়েছেন। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবার বাড়ি বাড়ি যাচ্ছেন স্বাস্থ্য কর্মীরা। জেলার পাশাপাশি গোটা উত্তরবঙ্গ জুড়ে আচমকা সংক্রমিতের সংখ্যা বেড়ে যাওয়াতে নড়েচড়ে বসেছে স্বাস্থ্যদফতর। এলাকাতে চলছে জীবানুনাশক স্প্রে ও ফগিং এর কাজ। সদর শহর জলপাইগুড়িতেও পুরসভার উদ্যোগে সংক্রমণ রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, ডুয়ার্স এলাকায় মাত্রাছাড়া সংক্রমিতের জন্য পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার বাগরাকোটে এসেছিল জেলার মেডিকেল টিম। টিমে ছিলেন স্বাস্থ্য অধিকর্তা অসিত বিশ্বাস ও বিশেষজ্ঞরা। তারা বাগরাকোট এলাকার বাড়ি বাড়ি গিয়ে সবকিছু খতিয়ে দেখেন। পরিস্থিতি দেখে স্বাস্থ্য অধিকর্তা শ্রী বিশ্বাস বলেন, পরিস্থিতি এখনো অ্যালার্মিং নয়।
advertisement

তিনি আরো বলেন, বাড়ি বাড়ি গিয়ে যা দেখলাম, বাড়িতে ছোট ছোট পাত্রে জল জমা থাকছে। বাইরে টবে জল জমা থাকছে। এইসব জলে মশার লার্ভাছড়াতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য কর্মীরা ভালো কাজ করছে। তাদের বলা হয়েছে প্রতিদিন টেস্ট করতে। সেরকম না হলে বাড়িতে রেখেই চিকিৎসা করা যাবে। সেরকম মনে হলে হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে হবে। এজাতীয় প্রকোপ মাঝেমধ্যে আসে আবার কমেও যায়। আশা করছি সপ্তাহ খানেকের মধ্যে ভালো জায়গায় পৌঁছাতে পারা যাবে।

advertisement

আরও পড়ুনঃ Nadia: কোটি টাকা ব্যয়ে নবনির্মিত নিকাশি নালা ভেঙে উল্টে গেল লরি

আরও পড়ুনঃ Paschim Bardhaman: এবার পুরবোর্ড গঠন নিয়ে হাইকোর্টে মামলা

View More

এদিকে, পানীয় জল এবং দৈনন্দিন কাজের জন্য জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তের মানুষের ভরসা পাহাড়ি ঝর্নার পাইপ বাহিত জল কিম্বা পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ জল। এজন্য স্থানীয় বাসিন্দারা ট্যাংকে, ড্রামে, বালতিতে জল জমা করে রাখে দৈনন্দিন কাজের জন্য। প্রকোপ বাড়তেই স্বাস্থ্য কর্মীরা জমা জল ফেলে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

Geetashree Mukherjee

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: ডুয়ার্সে ডেঙ্গুর থাবা, আক্রান্ত ৭০ জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল