ক্লাবের থিম 'ভাগের মা'। থিম ভাবনায় বাংলাভাগের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হচ্ছে মন্ডপের ভিতরে। থিমটি তৈরি করছেন নবদ্বীপের শিল্পীরা। পুজো মন্ডপে প্রবেশ করলে দেখা মিলবে ভারত- বাংলাদেশ সীমান্তের কাঁটাতার। কাঁটাতার দিয়ে বিভক্ত এপার বাংলা ওপার বাংলা। বাংলা ভাগের সময় মানুষের করুন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে থিমের মাধ্যমে। থিমের পাশাপাশি আলোকসজ্জাতেও থাকছে চমক ।এই পূজা মন্ডপের উদ্বোধন করবে টলিউড অভিনেত্রী মনিকা বেদি।
advertisement
আরও পড়ুনঃ বেতন বৈষম্যের প্রতিবাদে প্রধান শিক্ষকদের ডেপুটেশন
ক্লাবের পুজো কমিটির সম্পাদক মনোজ দে জানিয়েছেন, এবছরের পূজোর বাজেট প্রায় কুড়ি লক্ষ টাকা।পুজো মন্ডপ দেখতে উপচে পড়বে দর্শনার্থীদের ভির এমনটাই মনে করা হচ্ছে। কারণ, একটা সময় ওপার বাংলার অনেক মানুষই এপার বাংলায় এসেছেন। তারা এখনো ওপার বাংলার স্মৃতি ভুলতে পারেন নি। এখন তারা ওপার বাংলায় যেতেও পারেন না। নানান সমস্যার সম্মুখীন হতে হয় কাঁটাতারার বেড়ার জন্য।
আরও পড়ুনঃ মানসিক অবসাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর!
মানুষের সেই অনুভূতির কথা মাথায় রেখেই এবার আমরা পুজোয় এমন থিম করেছি।তিনি আরও জানান, মণ্ডপে মানুষের মন জয় করার জন্যই এমন থিম তুলে ধরেছি। আমরা আশা করছি এবার আমাদের এই পুজো মন্ডপে উপচে পড়া ভিড় হবে । আমরা প্রতিবছরই থিম পূজা করে থাকি, এ বছরও তার অন্যথা হবে না।
Surajit Dey