TRENDING:

Jalpaiguri News : জলপাইগুড়ি শহরের ঢাকিরা ফিরছে স্বাভাবিক ছন্দে

Last Updated:

 টানা দুবছর কোভিডের জন্য জেরবার হয়েছে তাদের কাজকর্ম। সারা বছরের মধ্যে সবচেয়ে ভালো উপার্জন করার সময় টাই মাটি করে দিয়েছিল কোভিড।  যার জন্য সমস্যায় নাজেহাল ছিল জলপাইগুড়ির ঢাকীপাড়া।এবছর সেই পরিস্থিতি কাটিয়ে যেন আবার স্বাভাবিক ছন্দে ফিরছে তারা 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: টানা দুবছর কোভিডের জন্য জেরবার হয়েছে তাদের কাজকর্ম। সারা বছরের মধ্যে সবচেয়ে ভালো উপার্জন করার সময় টাই মাটি করে দিয়েছিল কোভিড। যার জন্য সমস্যায় নাজেহাল ছিল জলপাইগুড়ির ঢাকিপাড়া। দু একজন যা বায়না ধরতে পেরেছিলেন, উপার্জন হয়নি তেমন ভাবে। ফলে অন্য পেশায় যেতে হয়েছে অনেক শিল্পীকে।
advertisement

এবছর সেই পরিস্থিতি কাটিয়ে যেন আবার স্বাভাবিক ছন্দে ফিরছে জলপাইগুড়ির ঢাকি সমাজ। পুজোর বাকি আর মাত্র কয়েক দিন। তার আগে বিভিন্ন প্যান্ডেলে চলছে খুটিপুজো। স্বাভাবিক কারণেই ডাক পড়ছে তাদের। কোভিড অতিমারি কাটিয়ে আবার যেন আগের বায়না ধরছেন তারা। বলা যেতে পারে, ঢাকীদের শুরু পুজোর বাজার শুরু হল।একাধিক পুজোর অর্ডার পেয়ে এখন ভালো দিনের আশায় তারা।বেশ কয়েকটি দুর্গাপুজো কমিটির শেষ হয়েছে ভিত পুজো। এখন ও কয়েকটা পুজো কমিটির বাকি রয়েছে ভিত পুজো।

advertisement

আরও পড়ুন: ইডি-কে 'বিশেষ ক্ষমতা', কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: পড়ুয়াদের 'প্রকৃত শিক্ষা' দেওয়াই একমাত্র লক্ষ্য! জাতীয় শিক্ষক সম্মান বাঁকুড়ার শিক্ষককে

View More

যদিও দুর্গাপুজোর ভিত বা খুটি পুজো করতে আসা ঢাকীরা জানিয়েছেন, এইবার তাদের বাজার ভালোই হবে।কারণ এখন পযন্ত কয়েক টি পুজো কমিটির তরফে দুর্গাপুজো প্যান্ডেলে ঢাক বাজানোর অর্ডার পেয়েছে।তাই বাজার ভালোই যাবে।যা গতবারের তুলনায় এইবার অনেক টাই বেশি।তাই এখন মনের সুখে খুটি পুজোগুলোতে মনের খুশিতে ঢাক বাজিয়ে যাচ্ছেন তারা।ঢাকিপাড়ার বেশ কিছু ঢাকী বাইরে চলে যান পুজোতে। আবার বেশ কিছু ঢাকী আসেন জলপাইগুড়ি জেলাতেও। বায়না পেয়ে অনেকেই প্রস্তুতি নিয়েছেন ইতিমধ্যেই। লাভ এখন কেমন সেদিকেই তাকিয়ে রয়েছেন জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া কালীবাড়ির অদূরে থাকা এই ঢাকী পাড়ার ঢাকীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

গীতশ্রী মুখার্জি

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News : জলপাইগুড়ি শহরের ঢাকিরা ফিরছে স্বাভাবিক ছন্দে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল