এবছর সেই পরিস্থিতি কাটিয়ে যেন আবার স্বাভাবিক ছন্দে ফিরছে জলপাইগুড়ির ঢাকি সমাজ। পুজোর বাকি আর মাত্র কয়েক দিন। তার আগে বিভিন্ন প্যান্ডেলে চলছে খুটিপুজো। স্বাভাবিক কারণেই ডাক পড়ছে তাদের। কোভিড অতিমারি কাটিয়ে আবার যেন আগের বায়না ধরছেন তারা। বলা যেতে পারে, ঢাকীদের শুরু পুজোর বাজার শুরু হল।একাধিক পুজোর অর্ডার পেয়ে এখন ভালো দিনের আশায় তারা।বেশ কয়েকটি দুর্গাপুজো কমিটির শেষ হয়েছে ভিত পুজো। এখন ও কয়েকটা পুজো কমিটির বাকি রয়েছে ভিত পুজো।
advertisement
আরও পড়ুন: ইডি-কে 'বিশেষ ক্ষমতা', কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট
আরও পড়ুন: পড়ুয়াদের 'প্রকৃত শিক্ষা' দেওয়াই একমাত্র লক্ষ্য! জাতীয় শিক্ষক সম্মান বাঁকুড়ার শিক্ষককে
যদিও দুর্গাপুজোর ভিত বা খুটি পুজো করতে আসা ঢাকীরা জানিয়েছেন, এইবার তাদের বাজার ভালোই হবে।কারণ এখন পযন্ত কয়েক টি পুজো কমিটির তরফে দুর্গাপুজো প্যান্ডেলে ঢাক বাজানোর অর্ডার পেয়েছে।তাই বাজার ভালোই যাবে।যা গতবারের তুলনায় এইবার অনেক টাই বেশি।তাই এখন মনের সুখে খুটি পুজোগুলোতে মনের খুশিতে ঢাক বাজিয়ে যাচ্ছেন তারা।ঢাকিপাড়ার বেশ কিছু ঢাকী বাইরে চলে যান পুজোতে। আবার বেশ কিছু ঢাকী আসেন জলপাইগুড়ি জেলাতেও। বায়না পেয়ে অনেকেই প্রস্তুতি নিয়েছেন ইতিমধ্যেই। লাভ এখন কেমন সেদিকেই তাকিয়ে রয়েছেন জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া কালীবাড়ির অদূরে থাকা এই ঢাকী পাড়ার ঢাকীরা।
গীতশ্রী মুখার্জি