আরও পড়ুন: প্লাস্টিকের গামলাতে পদ্ম চাষ করে আয়ের মুখ দেখছেন বধূ
অনেকের ধারণা হিন্দি সিনেমা, সিরিয়ালে করবা চৌথের নানান অনুষ্ঠান দেখানোর পর এর জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। এবার সেই তালিকায় দল বেঁধে নাম লিখিয়েছে জলপাইগুড়ির মানুষ। এখানকার বাজারে ব্যাপকভাবে বেড়ে গিয়েছে চালনি বিক্রি। দেদার বিকোচ্ছে সেগুলি। আসুন জেনে নিন ঠিক কীভাবে করবা চৌথের ব্রত রাখা হয়?
advertisement
এক্ষেত্রে প্রথমেই স্বামীর মঙ্গল কামনায় স্ত্রীকে নির্জলা উপবাস রাখতে হয়। ঠিক সন্ধের সময় আকাশে চাঁদের উদয় হলে ছাকনির মধ্যে দিয়ে সেই চাঁদ দর্শন এবং স্বামীর হাতে জলপান করে উপবাস ভাঙেন স্ত্রী। এবার তিথি অনুযায়ী বুধবার সকাল থেকেই শুরু হবে করবা চৌথের ব্রত পালন। এই প্রসঙ্গে করবা চৌথ ব্রত রেখে প্রয়োজনীয় সামগ্রী কিনতে বাজারে আসা গীতা শা বলেন, চাঁদের পুজো করভা চৌথ। স্বামীর মঙ্গল কামনা করে উপবাস থেকে এই ব্রত পালন করা হয়। এদিকে বাজারের বিক্রেতারা জানিয়েছেন করবা চৌথ উপলক্ষে আটা চলার চালনির চাহিদা অনেকটাই বেড়েছে।
সুরজিৎ দে