এই সড়ক পথটি মূলত ডামডিম থেকে আলগাড়া পর্যন্ত ৭১ কিলোমিটার অপরদিকে এই সড়ক পথটি ধরে চিনা বর্ডার পর্যন্ত ১৮৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কপথের রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় দায়িত্বের থাকবে বর্ডার রোডস অর্গানাইজেশন কর্তৃপক্ষ। এই সড়ক পথটি নির্মাণে কেন্দ্রীয় সরকারের তরফে ৩৫০ কোটি টাকার অর্থ বরাদ্দ করা হয়েছিল বলেই সাংসদের দাবি।
আরও পড়ুনঃ মাছের জালে আটকে পড়ে থাকা সাপের প্রাণ বাঁচালেন পরিবেশপ্রেমীরা
advertisement
এদিনের দুই লেনের রাস্তাটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক পুণা ভেঙ্গরা, গ্রিফের পক্ষ থেকে ছিলেন কমান্ডার ডি এস রাও, সহকারী বাস্তুকার প্রাঞ্জল খান্ডেলওয়াল সহ অনান্য আধিকারিকেরা। প্রসঙ্গত জানা গিয়েছে এদিন জম্মু-কাশ্মীরের লে থেকে বর্ডার রোড অর্গানাইজেশনের ৭৫ টি রাস্তা উদ্বোধন করলেন দেশের প্রতরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন ভার্চুয়াল বক্তব্যের মধ্য দিয়ে রাজনাথ সিং বলেন, আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে এই সড়কপথগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
Surajit Dey