জানা গিয়েছে, ধূপগুড়ি জলঢাকা এলাকার একটি স্কুলে ঢুকে পরে এই হরিণটি। সেই দৃশ্য নজর এড়ায় নি এলাকার এক ব্যক্তির। লোকালয়ে হরিণ এসেছে, এই খবর ছড়িয়ে পড়তেই হরিণটিকে দেখতে ভিড় জমান বহু মানুষ। সঙ্গে সঙ্গে এই দৃশ্য মোবাইল ক্যামেরা বন্দি করেন বহু মানুষজন।
আরও পড়ুনঃ গভীর রাত থেকেই প্রবল বৃষ্টির আশঙ্কা, তোলপাড় হবে উত্তর-দক্ষিণের ‘এই’ জেলাগুলি
advertisement
এ দিন হরিণটিকে উদ্ধার করে ধূপগুড়ির বেতগারা কলোনি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুম থেকে। এরপরেই তড়িঘড়ি বনদফতরে খবর দেওয়া হয়। বনদফতরের কর্মীরা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 7:47 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
North Bengal Flood: প্রবল বৃষ্টিতে বানভাসি ডুয়ার্স! স্কুলে ঢুকে পড়ল দিশেহারা হরিণ শাবক