TRENDING:

Jalpaiguri News: জলপাইগুড়িতে আবার হাতির হানা, নষ্ট লক্ষ লক্ষ টাকার ফসল

Last Updated:

বেশ কিছুদিন ধরেই জলপাইগুড়ির বৈকুন্ঠপুর জঙ্গলের মহারাজঘাট এলাকায় একদল হাতি তাণ্ডব চালাচ্ছে। বুধবার রাতে তারা জঙ্গল লাগোওয়া গ্রামের চাষের জমিতে হানা দেয়। প্রায় ২৫ টি হাতির দলটি সমস্ত ফসল তছনছ করে দেয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: ফের হাতির হামলা বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন মহারাজঘাট এলাকায়। বিঘের পর বিঘে চাষের জমির ফসল নষ্ট করে দেয়। লঙ্কা, ঝিঙে, ধান সবকিছু তছনছ করে দেয়। স্থানীয় কৃষকদের দাবি লক্ষ লক্ষ টাকার ফসল একবেলার মধ্যে নষ্ট হয়ে গিয়েছে।
advertisement

বেশ কিছুদিন ধরেই জলপাইগুড়ির বৈকুন্ঠপুর জঙ্গলের মহারাজঘাট এলাকায় একদল হাতি তাণ্ডব চালাচ্ছে। বুধবার রাতে তারা জঙ্গল লাগোওয়া গ্রামের চাষের জমিতে হানা দেয়। প্রায় ২৫ টি হাতির দলটি সমস্ত ফসল তছনছ করে দেয় বলে গ্রামবাসীদের অভিযোগ। দিন কয়েক আগে এই এলাকাতেই হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। এরপর থেকে দিন কয়েক ওই এলাকায় বন দফতরের তরফে কড়া নজরদারি চালানো হয়। কিন্তু বর্তমানে সেই নজরদারি হালকা হয়েছে। আর সেই সুযোগেই হাতির দল গ্রামে তাণ্ডব চালাচ্ছে বলে এলাকার মানুষের অভিযোগ।

advertisement

আরও পড়ুন: পরীক্ষা শুরুর ২-৩ ঘণ্টা আগে প্রতিদিন ফাঁস হচ্ছে বোর্ডের একাদশ শ্রেণির প্রশ্ন!

বার বার হাতির আক্রমণে অতিষ্ঠ গ্রামবাসীরা। বন দফতরকে জানানোর পরেও গ্রামে নজরদারি বাড়ানোর জন্য টং ঘর, পর্যাপ্ত আলো ও পটকার ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষক অনন্ত রায় বলেন, এই চাষবাসের উপর নির্ভর করেই আমাদের সংসার চলে। হাতির হামলায় আমরা সর্বস্বান্ত হতে বসেছি। বন দফতরকে জানানোর পরেও আসেনি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: জলপাইগুড়িতে আবার হাতির হানা, নষ্ট লক্ষ লক্ষ টাকার ফসল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল