বেশ কিছুদিন ধরেই জলপাইগুড়ির বৈকুন্ঠপুর জঙ্গলের মহারাজঘাট এলাকায় একদল হাতি তাণ্ডব চালাচ্ছে। বুধবার রাতে তারা জঙ্গল লাগোওয়া গ্রামের চাষের জমিতে হানা দেয়। প্রায় ২৫ টি হাতির দলটি সমস্ত ফসল তছনছ করে দেয় বলে গ্রামবাসীদের অভিযোগ। দিন কয়েক আগে এই এলাকাতেই হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। এরপর থেকে দিন কয়েক ওই এলাকায় বন দফতরের তরফে কড়া নজরদারি চালানো হয়। কিন্তু বর্তমানে সেই নজরদারি হালকা হয়েছে। আর সেই সুযোগেই হাতির দল গ্রামে তাণ্ডব চালাচ্ছে বলে এলাকার মানুষের অভিযোগ।
advertisement
আরও পড়ুন: পরীক্ষা শুরুর ২-৩ ঘণ্টা আগে প্রতিদিন ফাঁস হচ্ছে বোর্ডের একাদশ শ্রেণির প্রশ্ন!
বার বার হাতির আক্রমণে অতিষ্ঠ গ্রামবাসীরা। বন দফতরকে জানানোর পরেও গ্রামে নজরদারি বাড়ানোর জন্য টং ঘর, পর্যাপ্ত আলো ও পটকার ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষক অনন্ত রায় বলেন, এই চাষবাসের উপর নির্ভর করেই আমাদের সংসার চলে। হাতির হামলায় আমরা সর্বস্বান্ত হতে বসেছি। বন দফতরকে জানানোর পরেও আসেনি।
সুরজিৎ দে