উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার বিএসএফের আইজি অজয় সিং শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোপন সুত্রে খবর পেয়ে এদিন দুপুরে বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ৯৮ নং ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা ময়নাগুড়ি বাজারের সাধারণ এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। সেই অভিযানে ২ টি দেশীয় তৈরি বন্দুক, ৩টি ব্যাটারি চালিত আইইডি, ২০০ গ্রাম সালফার এবং ১৫০ গ্রাম কার্বাইড এবং ২ টি পকেট ডায়েরি উদ্ধার হয়।
advertisement
আরও পড়ুনঃ ডুয়ার্সে হামেশাই দেখা মিলছে বন্যপ্রাণীর, আতঙ্কে এলাকার মানুষজন!
উদ্ধারকৃত জিনিসপত্র ময়নাগুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার আইজি অজয় সিং আরও জানান বিএসএফ জওয়ানরা নিয়মিতভাবে তাদের নিজ নিজ এলাকায় নিষ্ঠা সহ কাজ করছে। যার ফলে মাঝেমধ্যেই অবৈধ জিনিসপত্র উদ্ধার হচ্ছে। যদিও এই নাকা চেকিং কে সাপ্তাহিক নাকা চেকিং বলেই জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।
Surajit Dey