Jalpaiguri News: ডুয়ার্সে হামেশাই দেখা মিলছে বন্যপ্রাণীর, আতঙ্কে এলাকার মানুষজন!
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
ডুয়ার্সের লোকালয়সহ চা বাগানে হামেশাই দেখা মিলছে বন্যপ্রাণীর। একদিকে মাঝেমধ্যেই লোকালয়ে হাতি দাপিয়ে বেড়াচ্ছে। অন্যদিকে বেসরকারি রিসর্টের বাইরে দেখা যাচ্ছে চিতা বাঘের বিচরণ। পাশাপাশি টুনবাড়ি চা বাগানে ভাল্লুকের দেখা মিলছে।
#জলপাইগুড়ি : ডুয়ার্সের লোকালয়সহ চা বাগানে হামেশাই দেখা মিলছে বন্যপ্রাণীর। একদিকে মাঝেমধ্যেই লোকালয়ে হাতি দাপিয়ে বেড়াচ্ছে। অন্যদিকে বেসরকারি রিসর্টের বাইরে দেখা যাচ্ছে চিতা বাঘের বিচরণ। পাশাপাশি টুনবাড়ি চা বাগানে ভাল্লুকের দেখা মিলছে। এই নিয়ে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মনে। চা বাগানে চা শ্রমিক কাজ করতে গিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে কাজে নামছে চা শ্রমিকেরা। ঠিক সেভাবেই বিভিন্ন বেসরকারি রিসর্টে চিতাবাঘের বিচরণ চিন্তায় ফেলেছে এলাকার মানুষদের।
তবে ইতিমধ্যেই ভাল্লুককে ঘুম পাড়ানি ইনজেকশন দিয়ে খাঁচা বন্দি করার চেষ্টায় নেমে পড়েছে বনদফতর। কিন্তু এখনও চেষ্টায় সফল হতে পারেনি বন্যপ্রাণ দফতর। মাঝেমধ্যে চা বাগানের বিভিন্ন ফাঁকফোকর থেকে উঁকি মারছে ভাল্লুক মহারাজ। আর তাকেই খাঁচা বন্দী করার জন্য সমস্ত ধরনের চেষ্টায় নেমে পড়েছে বনদফতর। অবশেষে কতক্ষণে ভাল্লুককে খাঁচা বন্দি করা সম্ভব হবে এখন সেটাই দেখার।
advertisement
আরও পড়ুনঃ হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি! আহত এক মহিলা
এই প্রসঙ্গে দেখা যাচ্ছে যে জলপাইগুড়ির শহরের তিস্তা চরের সংলগ্ন এলাকায় প্রতিনিয়তই হাতির তাণ্ডবে অসন্তুষ্ট হয়ে উঠছে সাধারণ মানুষ বনকর্মীর উপরে তারা একটা ক্ষোভ উপচে দিচ্ছে। কারণ হাতির তাণ্ডবের কারণে তারা অসন্তুষ্ট হয়ে উঠছে এই জন্য রাতে ঠিকমতো ঘুমাতে পারে না এলাকাবাসী।
advertisement
advertisement
Surajit Dey
Location :
First Published :
November 25, 2022 5:21 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ডুয়ার্সে হামেশাই দেখা মিলছে বন্যপ্রাণীর, আতঙ্কে এলাকার মানুষজন!