দোস্ত ছাত্র-ছাত্রীদের সাহায্য করে পিপাসা বললেন, "আমরা তেমনভাবে পড়তে পারিনি, চাই ওরা পড়ুক।" ঠিক তখন মেয়ের বই জোগাড় হওয়ায় আবেগে কেঁদে ফেললেন করোনার সময় কাজ হারানো অসহায় বাবা। জলপাইগুড়ি বৃহন্নলা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দেশবন্ধু নগর বালিকা বিদ্যালয়ের দুস্থ মেধাবী ছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হয়। তবে এই আনন্দের মুহূর্তেও কিছুটা খারাপ ছবি ভেসে ওঠে। এক সময় মেয়েকে ইংরেজি মাধ্যমে পড়িয়ে ছিলেন এমন একজন বাবা করোনা অতিমারির কারণে কাজ হারিয়ে আজ টোটো চালান। স্বাভাবিকভাবেই নিজের দুই মেধাবী মেয়ের পড়াশুনোর খরচ চালাতে একপ্রকার অপারগ। সেই মুহূর্তে বৃহন্নলা ওয়েলফেয়ার সোসাইটির এই মানবিক সাহায্য পেয়ে নিজের দু'চোখের জল আটকাতে পারলেন না।অপরদিকে বই পেয়ে খুশি ছাত্রীরা, তাঁরা অকপটে স্বীকার করে নেন, খুব উপকার হল।
advertisement
আরও পড়ুন: মেলায় এসে গুরুতর অভিযোগ যুবক কবি-র, কী বললেন শুনুন
এদিকে যাদের উদ্যোগে এই মহানকার্য সেই বৃহন্নলা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা জানান, "আমরা পড়াশোনা করতে পারিনি। কারণ সেই সময় সমাজ অন্য রকম ছিল। আজ সাধারণ মানুষ আমাদের এগিয়ে দিচ্ছেন। আর তাই আমরাও আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে মুখ না ফিরিয়ে নিয়ে আমাদের কর্তব্য পালনের চেষ্টা করছি মাত্র।"
দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, "এই বই তাদের কাছে জীবনের সবচেয়ে বড় উপহার হিসেবে থাকবে ।"
সুরজিৎ দে