আরও পড়ুন: হরিণের শিং বিক্রি শিলিগুড়িতে! বাজারে যেতেই জালে উঠল যুবক
মঙ্গলবার দুপুরে ধূপগুড়ির জঙ্গলিবাড়ি এলাকায় ফালাকাটাগামী ৩১-ডি জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। রেশন ডিলারের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তাঁরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে রেশন দোকান থেকে ঠিকঠাক খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে ওই রেশন দোকানের বিরুদ্ধে নিম্ন মানের খাদ্য সামগ্রী দেওয়ার মতো গুরুতর অভিযোগও তোলা হয়েছে। এই বিষয়ে বারবার ডিলারকে সতর্ক করলেও তিনি কোনও ভ্রুক্ষেপ করেননি বলে দাবি। তাই বাধ্য হয়ে পথ অবরোধ করেন বলে জানান বিক্ষোভকারীরা।
advertisement
এদিকে রেশন গ্রাহকদের ক্ষোভের মুখে পড়ে দাঁড়িপাল্লা রেখেই এলাকা থেকে চম্পট দেন অভিযুক্ত রেশন ডিলার। খবর পেয়ে ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ২০ মিনিট অবরোধের জেরে জাতীয় সড়কের দু’ধারে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে যান চলাচল স্বাভাবিক হয়।
সুরজিৎ দে