জলপাইগুড়ি জেলায় বাসন্তী পুজোর ঐতিহ্য বহু প্রাচীন। এর সঙ্গে জড়িয়ে আছে বহু ইতিহাস। দেবনাথ পরিবারের বাসন্তী পুজো শহরে বিখ্যাত। জলপাইগুড়ি থেকে কিছুটা দূরে দশদরগা মোড়ের পাশে এই পুজো হয় । ষষ্ঠী থেকে তিথি মেনে এই পুজোর সূচনা হয়। দেবনাথ পরিবারের এবারের বাসন্তী পুজোয় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, বেলুড় মঠ থেকে আগত স্বামীজি, হলদিবাড়ির হুজুর মৌলানা সাহেব সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। যা থেকে বাসন্তী পুজো ঘিরে সর্বধর্ম সমন্বয়ের ছবি ফুটে ওঠে।
advertisement
আরও পড়ুন: পথশ্রীতে বেনিয়ম ঠেকাতে কন্ট্রোল রুম খুলল মালদহ
মুসলিম সমাজের মানুষজনের হাত দিয়ে এই পুজোর শুভ সূচনা হয়। দেবনাথ পরিবারে এই পুজো এবার ১৫২ বছরে পা দিল। বহু প্রাচীন পুজো হলেও এখানকার আয়োজকদের উদার মানসিকতা যথেষ্ট নজর কাড়ে। পবিত্র রমজান মাস চলছে। সেই উপলক্ষে পুজো প্রাঙ্গনেই নামাজ পাঠের আসর বসে। পুজোর উদ্যোক্তা দুলাল দেবনাথ জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারি সভাধিপতি। তিনি বলেন, এই পুজো জাতি, ধর্ম নির্বিশেষে সকলের পুজো। আগে আমার বাবা, ঠাকুরদা এই পুজো করতেন। তাঁদের পথ অনুসরণ করেই আমি এই পুজো করছি।
সুরজিৎ দে