আরও পড়ুন:
কংগ্রেস প্রার্থী গণেশ ঘোষ জানিয়েছেন রাহুল গান্ধি বার্তা দিয়েছেন “নফরত কে বাজর মে মহব্বত কা দোকান খোল রাহা হুঁ !” আমরা সেই বার্তাকে হাতিয়ার করে ভোটের ময়দানে নেমেছি। অহিংসা আমাদের মূল মন্ত্র। আমরা কোনও প্রতিশ্রুতি দিচ্ছি না। তার বদলে আমরা এলাকার মানুষকে গ্লোবাল ওয়ার্মিং এর সম্পর্কে সচেতন করে গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা দিচ্ছি।
advertisement
আরও পড়ুন: পাওয়া যাবে তো ইলিশ? দিঘায় সমুদ্রে বিরাট শোরগোল! মৎস্যজীবীরা যা নিয়ে ফিরলেন!
এলাকার বাসিন্দা রুম্পা রায় ‘ভালবাসার দোকান’ প্রসঙ্গে বলেন, এমন তো আগে দেখিনি, ভালবাসা কি দোকানে পাওয়া যায়, চব্বিশ বছরের যা উন্নয়ন হয়েছে তা দেখে বলতে পারি আগামি পাঁচ বছর তৃণমূল দলের পঞ্চায়েত থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এলাকার ওপর এক বাসিন্দা তথা বাম কংগ্রেস জোটের সমর্থক নির্মল রাহা বলেন, এত হিংসা এর আগে কখনও দেখিনি, আমাদের লড়াই হিংসা এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, আমরা এই এলাকার বাসিন্দারা ভালবাসা দিয়ে হিংসা মুক্ত নির্বাচন করে জয়ী হতে চাই।
সুরজিৎ দে