Digha Ilish: পাওয়া যাবে তো ইলিশ? দিঘায় সমুদ্রে বিরাট শোরগোল! মৎস্যজীবীরা যা নিয়ে ফিরলেন!
- Reported by:SAIKAT SHEE
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Digha Ilish: ইলিশ নিয়ে শোরগোল দিঘায়। জানলে অবাক হবেন
দিঘা: খাতা-কলমে বর্ষাকাল হলেও তীব্র রোদ, প্রখর গরম, দাবদাহ। বৃষ্টির দেখা নেই। ফলে ইলিশের উপযুক্ত অনুকূল আবহাওয়া তৈরি হয়নি। মাছ শিকার করতে যাওয়ার এক সপ্তাহ পর ফিরে এসেছে মৎস্যজীবীদের ট্রলার। তাতে ইলিশের দেখা না মিললেও প্রচুর পরিমাণে অন্যান্য সামুদ্রিক মাছ উঠে এসেছে। ৬১ দিনের ব্যান পিরিয়ড শেষে সমুদ্রে মৎস্য শিকারে বেরিয়েছে প্রায় ৩ হাজার লঞ্চ-ট্রলার। গভীর সমুদ্র থেকে সেগুলি ফিরেছে তাদের জালে এল ইলিশ অল্প উঠলেও প্রচুর পরিমাণে অন্যান্য সামুদ্রিক মাছ উঠেছে। তাতে খুশি মৎস্যজীবী থেকে ট্রলার মালিকেরা।
পরপর কয়েক বছর দিঘায় ইলিশের খরা। তবে এই মরশুমে ইলিশের খরা কাটবে, আশাবাদী মৎস্যজীবী থেকে ট্রলার মালিকগণ। এবার দিঘায় ব্যান পিরিয়ড কাটিয়ে প্রথম দিনে ইলিশ উঠে আসার পূর্বাভাস আগেই দেখা দিয়েছে। কিন্তু দীঘায় বৃষ্টি নেই ফলে ইলিশের প্রতিকূল পরিবেশ। সমুদ্রে মাছ শিকারে থাকা মৎস্যজীবীদের জালে জড়িয়েছিল সীমিত সংখ্যক ইলিশ, তবে প্রচুর পরিমাণে পমফ্রেট, চিংড়ি, ভোলা ইত্যাদি। যা এদিন নিয়ে আসা হয় দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে। দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্রে সামান্য পরিমাণ ইলিশ সহ প্রচুর পরিমাণ চিংড়ি ভোলা পমফ্রেট ইত্যাদি মাছে ভরে ওঠে।
advertisement
advertisement
আরও পড়ুন: WhatsApp স্ক্যামের ফাঁদে পা দেবেন না ! এক নজরে দেখে নিন অচেনা নম্বরের কল থেকে বাঁচার উপায়!
দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে পমফ্রেট মাছ প্রতি কেজি ৫০০ থেকে ৮০০ টাকা দামে বিক্রি হয়। ভোলা মাছের দাম প্রতি কেজি দেড়শ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। তবে সামান্য পরিমাণ ইলিশ হলেও তাদের দাম অত্যন্ত চড়া। তাই ইলিশের নাগালে পেতে কিছুদিনের অপেক্ষা। ইলিশের ঝাঁক জালে ওঠে বৃষ্টি আর পুবালি হাওয়ার যুগলবন্দিতে। সেই আবহাওয়া এখনও তৈরি হয়নি দিঘায়।
advertisement
বিগত কয়েক বছর দিঘায় মৎস্যজীবীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। কারণ ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছে ভাটা পড়েছিল। তবে চলতি মরশুমের শুরুর দিকে সামান্য পরিমাণ হলেও ইলিশের দেখা মিলেছে এবং প্রচুর পরিমাণ অন্যান্য সামুদ্রিক মাছ উঠেছে মৎস্যজীবীদের জালে। মৎস্যজীবীরা আশাবাদী দ্রুত আবহাওয়া অনুকূল হলেই ইলিশ উঠবে জালে। শুধু ইলিশ নয় ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের আমদানি এবার দিঘায় ভাল হবে বলে মনে করছেন তারা।
advertisement
Saikat Shee
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 21, 2023 5:37 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Digha Ilish: পাওয়া যাবে তো ইলিশ? দিঘায় সমুদ্রে বিরাট শোরগোল! মৎস্যজীবীরা যা নিয়ে ফিরলেন!









