আরও পড়ুন: শিলিগুড়ির সুগন্ধি মোমবাতি পাড়ি দিচ্ছে বিদেশ, তৈরি করে স্বনির্ভর হচ্ছেন মহিলারা
ভাদ্র মাসের শুরুতে বৃষ্টি বন্ধ হয়ে গিয়ে গরম বাড়ায় ধান গাছ, চা গাছে পোকার আক্রমণ শুরু হয়েছিল। ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কায় ভুগছিলেন উত্তরবঙ্গের কৃষকরা। কিন্তু অবশেষে আবার বৃষ্টির শুরু হওয়ায় তাঁদের আশা ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমবে। অন্যদিকে আবার এই বৃষ্টি কারণেই সমস্যার সম্মুখীন মৃৎশিল্পীরা। পুজোর বাকি আর মাত্র ২৯ দিন। ফলে এই মুহূর্তে জোর কদমে প্রতিমা তৈরির কাজ চলছে। কিন্তু এই অসময়ে টানা বৃষ্টি শুরু হওয়ায় সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করা যাবে কিনা তা নিয়েই দুশ্চিন্তা দেখা দিয়েছে জলপাইগুড়ির কৃষকদের মধ্যে।
advertisement
হঠাৎ বৃষ্টির কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বুধবার থেকে। একটানা যদি এমন আবহাওয়া থাকে তবে তাঁদের কাজের অনাকেটাই ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মৃৎশিল্পীরা। তেমন হলে সময়ের মধ্যে মণ্ডপে প্রতিমা পাঠানো একপ্রকার অসম্ভব বলে জানিয়েছেন অনেক মৃৎশিল্পী।
সুরজিৎ দে