আজও করোনা অতিমারির সেই সময়কালের কথা ভাবলে শিউরে ওঠে না, এমন মানুষ নেই। তবে প্রথম থেকেই এই কোভিড ১৯ ভাইরাসকে পরাস্ত করতে সমগ্র বিশ্বের ভাইরোলোজিস্টরা একটি উপায়ের কথা বলে এসেছিলেন, তা হল মানবদেহের ভেতরের রোগপ্রতিরোধ শক্তি বৃদ্ধি ঘটানোর কথা। এর পাশাপাশি কৃষি বিজ্ঞানীরাও খুঁজছিলেন এমন কিছু সবজি যার থেকে দ্রুত মানবদেহে রোগপ্রতিরোধ শক্তি গড়ে ওঠে।বর্তমানে জলপাইগুড়ি কৃষি দফতরে তত্ত্বাবধানে বিঘার পর বিঘা জমিতে চাষ হচ্ছে পাকচুই।
advertisement
আরও পড়ুন : শীতে জমিয়ে পেঁয়াজকলি খেয়েছেন তো? এই সব্জির উপকারিতার শেষ নেই
এটি এমন একটি সবজি যা নিয়ে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে এই পাকচুই সব্জিতে রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য যা একদিকে যেমন মানবদেহে দ্রুত রোগপ্রতিরোধ শক্তিকে বৃদ্ধি করে পাশাপাশি খেতেও সুস্বাদু। স্বাদে সুস্বাদু এবং ব্যবসায়িক দিক থেকে লাভজনক এমন একটি সব্জি চাষের প্রতি কৃষকদের আকর্ষণ বৃদ্ধি করতে জেলার বিভিন্ন গ্রামে যেমন কৃষি কর্মশালার আয়োজন করা হচ্ছে, পাশাপাশি শহরের শপিং মল থেকে পশ্চিমবঙ্গ সরকারের সুফল বাংলা বিপণন কেন্দ্র গুলোতেও এই পাকচুই সব্জি বিক্রি করে সাধারণ মানুষের মধ্যে এর উপকারিতা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চলছে।
আরও পড়ুন : কালো আঙুর, চেরি থেকে ফায়ার পান! বাহারি পানবিলাসে মজেছে হাওড়ার ৮ থেকে ৮০
জলপাইগুড়ির রাজ বাড়ির এক কৃষকের পাকচুই ক্ষেতে দাঁড়িয়ে এমনটাই জানালেন জেলার কৃষি দফতরে আধিকারিক ডঃ মায়েফুজ আলম। অপরদিকে কৃষি দফতরেরপরামর্শে এবং প্রযুক্তিগত সাহায্যে সহযোগিতা নিয়ে, জৈব সার প্রয়োগ করে লেটুস, চাইনিজ ক্যাবেজ এবং পাকচুই এই তিন প্রকারের সব্জি চাষ করে লাভের মুখ দেখছেন বলে জানালেন কৃষক তরুণ রায়।