বুধবার শ্বশুরবাড়ি থেকে স্বামীর সঙ্গে বাপের বাড়িতে আসে সুমিত্রা। বৃহস্পতিবার সকালে সবকিছু স্বাভাবিক ছিল বলে জানা যায়। বাড়ির সকলে জমিতে কাজে গেলে সকলের অনুপস্থিতিতে গোয়াল ঘরে গিয়ে গায়ে আগুন দেয় সুমিত্রা। বিষয়টি আশেপাশের লোকজন বুঝতে পেরে ছুটে এসে তাকে উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ও ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা।
advertisement
আরও পড়ুনঃ সবজি চাষ করে কৃষক সন্মান পেলেন রফিউল করিম
দ্রুততার সঙ্গে ঐ গৃহবধুকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ওই গৃহবধূকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করে। সুমিত্রার বাবা সুবল সরকার জানায় মেয়ে বাড়িতে সকলের অনুপস্থিতিতে গায়ে আগুন দেয়। গতকালকেই জামাই ওকে বাড়িতে দিয়ে গিয়েছিল। কি কারণে গায়ে আগুন দিল সেটা বুঝে উঠতে পারছি না।মেয়ে অনেকদিন ধরেই অসুস্থ ছিল ।আট মাস আগেই বিয়ে দিয়েছিলাম শিলিগুড়িতে।
Surajit Dey