ডুয়ার্সের পথ দিয়ে গেলেই হামেশাই চোখে পড়ে নানান ধরনের ময়ূর। তবে ময়ূর দেখা গেলেও তাদের হাঁক ডাক কিংবা পেখম উঁচিয়ে নাচ খুব একটা সহজলনভ্য নয়। কিন্তু বুধবার সকালে এই দুস্কর চিত্রই চোখে পড়ল ডুয়ার্সে। কুয়াশাচ্ছন্ন সাতসকালে মনের আনন্দে বেজায় খুশিতে পেখম ছড়িয়ে নাচ করতে দেখা গেলো এক ঝাঁক ময়ূরকে। সে যেন এক অপরুপ দৃশ্য।
advertisement
বুধবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে হালকা হিমেল হাওয়ায় ভর করে ভাসছে কুয়াশা।আর এতেই শীতের আমেজ নিয়ে মশগুল জলপাইগুড়িবাসি। এই শীতের সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ম্যানেজার সহ চা শ্রমিকদের মনে খুশির প্রতিফলন লক্ষ্য করা গেলো। সাতসকালে চা বাগানেই ময়ূরের আনাগোনা।এক ঝাঁক ময়ূরের এই সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করতে ছাড়লেন না চা-বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার জীবন চন্দ্র পান্ডে।ঘন কুয়াশার মধ্যেই পেখম তুলে নাচেরে ময়ূরের দল। সাতসকালে এমন দৃশ্য দেখে খুশি চা বাগান কর্তৃপক্ষ। আর এই ছবি ক্যামেরাবন্দি।
আরও পড়ুন: বছর শেষের সেলে অনলাইনে কেনাকাটা? আর্থিক জালিয়াতি থেকে বাঁচতে এই ৪ পদক্ষেপ মেনে চলুন!
আরও পড়ুন: সামান্য হলেও স্বস্তি! রুপোর দাম পড়েছে , সোনার দাম কত হল ? দেখে নিন এখানে
চা বাগানের এক শ্রমিক জানান প্রতিনিধি আমাদের চোখে পড়ে ময়ূরের দল খুব ভালো লাগে কাজ করার সঙ্গে সঙ্গে মোট দেখতে তাদের গলার সুরে খুব সুন্দর লাগে শুনতে আমরা এই মুহূর্তে দেখে রাখি বাগানের মধ্যে।