বছর শেষের সেলে অনলাইনে কেনাকাটা? আর্থিক জালিয়াতি থেকে বাঁচতে এই ৪ পদক্ষেপ মেনে চলুন!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
বছর শেষের কেনাকাটায় আর্থিক জালিয়াতদের হাত থেকে কীভাবে বাঁচবেন ক্রেতারা, সেই নিয়ে রইল ৪ টিপস।
#কলকাতা: বছর শেষের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। হাতে আর কয়েক ঘণ্টা। ডিসকাউন্টের ডালি সাজিয়ে বসেছে ই-কমার্স ওয়েবসাইটগুলো। জামা, জুতো, পারফিউম থেকে ঘর সাজানোর জিনিস, ঘুরতে যাওয়ার টিকিট – সবেতেই ছাড়, স্পেশাল ডিসকাউন্ট। এমন ছাড় পেলে মন উড়ু-উড়ু তো করেই, কিন্তু প্রতারণার ফাঁদও পাতা থাকে। সেই জালে পা দিলেই সর্বস্ব খোয়াতে হয়। বছর শেষের কেনাকাটায় আর্থিক জালিয়াতদের হাত থেকে কীভাবে বাঁচবেন ক্রেতারা, সেই নিয়ে রইল ৪ টিপস।
সন্দেহজনক লগ ইন ও বার্তা থেকে সতর্ক থাকতে হবে: বেশিরভাগ শপিং এবং ই-কমার্স ওয়েবসাইটগুলোই অর্ডার দেওয়ার আগে ইউজারদের অ্যাকাউন্ট তৈরি করতে বলে। অ্যাকাউন্ট তৈরির সময় ই-মেল, ফোন নম্বর দিতে হয়। ই-কমার্স ওয়েবসাইটগুলো এই অ্যাকাউন্ট ট্র্যাক করে। নতুন কোনও ডিল বা ডিসকাউন্ট থাকলে জানায়। এগুলো যে দারুণ কার্যকর তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু অ্যাকাউন্টের তথ্য খুব সহজেই হাতিয়ে নিতে পারে স্ক্যামাররা। তারপর ইউজারের অ্যাকাউন্টে লগ ইন করে অর্থপ্রদানের বিকল্পগুলি ব্যবহার করে অর্ডার দিতে পারে। তাই সন্দেহজনক লগ ইন এবং অর্ডার মেসেজ সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে সহায়তা দলকে রিপোর্ট করা যেতে পারে।
advertisement
advertisement
শুধুমাত্র নিরাপদ এবং অনুমোদিত ওয়েবসাইটই ব্রাউজ করা উচিত: তথ্য চুরি করার জন্য স্ক্যামাররা নিরাপদ এবং অনুমোদিত ওয়েবসাইটের মতো দেখতে কোনও ওয়েবসাইটের লিঙ্ক পাঠায়। প্রথম নজরে আসলের সঙ্গে ফারাক করাই মুশকিল। কিন্তু একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে ওয়েবসাইটের ইউআরএলগুলিতে প্রায়শই একটি অতিরিক্ত অক্ষর বা এক্সটেনশন থাকে। সেই লিঙ্কে ক্লিক করলেই ব্যক্তিগত এবং অর্থপ্রদানের তথ্য জানতে চাইবে। তা জানিয়ে দিলেই সর্বনাশ।
advertisement
আরও পড়ুন: Ration Card: রেশন কার্ড ধারকদের লটারি! জানুয়ারিতে পাবেন ১ হাজার টাকা, নির্দেশিকা সরকারের
ওটিপি অন্যের সঙ্গে শেয়ার নয়: স্ক্যামারদের বিরুদ্ধে লড়তেই ভারত জুড়ে টু ফ্যাক্টর অথেনটিকেশন মডেল চালু হয়েছে। তাই ওটিপি গুরুত্বপূর্ণ। এটা কখনওই অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়।
পেমেন্টের বিবরণ যেন না থাকে: অনেকেই ভবিষ্যতে ব্যবহারের জন্য ই-কমার্স ওয়েবসাইটে পেমেন্ট ডিটেইলস রেখে দেন। এটা করা উচিত নয়। স্ক্যামাররা খুব সহজেই এগুলো থেকে জালিয়াতি করতে পারে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 28, 2022 4:52 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বছর শেষের সেলে অনলাইনে কেনাকাটা? আর্থিক জালিয়াতি থেকে বাঁচতে এই ৪ পদক্ষেপ মেনে চলুন!